পুলিশের জালে ৩ আইএস জঙ্গি

বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। জঙ্গি কার্যকলাপে জড়িত সন্দেহে আটক করা হয়েছে আরও ছ’জনকে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই ও লখনউ শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ০৩:২৭
Share:

বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। জঙ্গি কার্যকলাপে জড়িত সন্দেহে আটক করা হয়েছে আরও ছ’জনকে। বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের মুমব্রা, পঞ্জাবের জালন্ধর, বিহারের নারকাটিয়াগঞ্জ এবং উত্তরপ্রদেশের বিজনৌর ও মুজফফ্‌রনগরে যৌথ ভাবে অভিযান চালায় দিল্লি স্পেশ্যাল সেল, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস), এবং অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব ও বিহার পুলিশ। মুমব্রা, জালন্ধর এবং‌ বিজনৌর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ এটিএসের দাবি, ধৃত তিন জন ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল।

Advertisement

আইএস যে এখন ভারতে তাদের সংগঠন বাড়াতে তৎপর, তা আগেই জানা গিয়েছে। কয়েক মাস আগেই গুজরাতের রাজকোট এবং ভাবনগর থেকে আইএস জঙ্গি সন্দেহে ওয়াসিম রামোদিয়া এবং নইম রামোদিয়া নামে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছর রাজস্থানেও এক আইএস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন আইএস জঙ্গি ধরা পড়েছে কেরলেও। গোয়েন্দাদের মাথাব্যথা বাড়িয়েছে আইএসে যোগ দেওয়ার জন্য দলে দলে যুবক-যুবতীদের দেশ ছেড়ে যাওয়ার ঘটনা। কেরল থেকে নিখোঁজ ২১ জন আইএসে যোগ দিয়েছে বলে ধারণা গোয়েন্দাদের।

এই অবস্থায় আইএস জঙ্গিদের কোমর ভেঙে দিতে অভিযানে নেমেছে পুলিশ। উত্তরপ্রদেশ এটিএসের মুখপাত্র জানান, গোপন সূত্রে খবর পেয়ে এ দিন এই অভিযান চালানো হয়। মহারাষ্ট্রের এটিএস জানিয়েছে, ঠাণের মুমব্রা থেকে যাকে গ্রেফতার করা হয়েছে, তার নাম নাজিম শামসেদ আহমেদ। বয়স ২৬। সে উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা। গ্রেফতার বাকি দু’জনের বয়সও ১৮ থেকে ২৬-এর মধ্যে। এ দিন লখনউয়ে উত্তরপ্রদেশের এডি়জি (আইন-শৃঙ্খলা) দলজিৎ চৌধুরি বলেন, ‘‘এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, ধৃত তিন জন দেশে বড়সড় নাশকতার ছক কষেছিল। ইন্টারনেটের মাধ্যমেই তারা আইএস ভাবধারায় অনুপ্রাণিত হয়। বিহার, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে নিয়োগের দায়িত্বেও ছিল এই তিন জন।’’

Advertisement

এ ছাড়া আটক ছ’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, মহারাষ্ট্রের এটিএস সূত্রে খবর, আটক করা হয়েছে অম্তত ১২ জনকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন