সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার। —প্রতীকী চিত্র।
উত্তরপ্রদেশে মত্ত অবস্থায় নিজের এক বছরের সন্তানকে কুপিয়ে খুন করলেন বাবা। শনিবার রাতে মত্ত অবস্থায় বাড়ি ফিরে ঝামেলা শুরু করেন রূপেশ তিওয়ারি। সেই সময়েই সন্তানকে হাতের সামনে পেয়ে তার উপর চড়াও হন অভিযুক্ত। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনি নিজের সন্তানকে খুন করেন বলে অভিযোগ। শনিবারের ওই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলার বৈরিয়ায়। ওই গ্রামেরই বাসিন্দা রূপেশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায়শই মদ্যপান করে বাড়ি ফিরতেন রূপেশ। তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বচসা লেগেই থাকত। শনিবারও সেই একই ঘটনা ঘটে। মদ্যপান করে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে মারধর শুরু করেন বলে অভিযোগ। রূপেশের বাবা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও কুকথা বলেন অভিযুক্ত। বাবাকে খুনের হুমকিও দেন তিনি। তাঁর অত্যাচারে ভয় পেয়ে অভিযুক্তের স্ত্রী এবং প্রৌঢ় বাবা এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।
দম্পতির এক বছরের সন্তান তখন বাড়িতেই ছিল। স্ত্রী এবং বাবাকে নাগালে না-পেয়ে রূপেশের রাগ গিয়ে পড়ে নিজেরই ছোট সন্তানের উপর। পুলিশ জানিয়েছে, ধারালো কোনও অস্ত্র দিয়ে রূপেশ তাঁর সন্তানের গলায় কোপ বসিয়ে দেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই শিশুর। পুলিশ ওই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে রূপেশের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতকে জেরা করে শনিবারের ঘটনা প্রসঙ্গে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।