তামিলনাড়ুতে মহিলাদের হস্টেলের স্নানঘরে গোপন ক্যামেরা বসানোর অভিযোগ। —প্রতীকী চিত্র।
তামিলনাড়ুতে মহিলাদের হস্টেলের স্নানঘরে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে গ্রেফতার হলেন দু’জন। ধৃতদের মধ্যে এক জন ওই হস্টেলেরই আবাসিক। তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার ওই ঘটনায় অভিযুক্ত তরুণী এবং তাঁর এক পুরুষ বন্ধুকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুরুষ বন্ধুর চাপেই নিজের হস্টেলের শৌচালয়ে ওই গোপন ক্যামেরা বসিয়েছিলেন তরুণী।
কৃষ্ণগিরির জেলার ওই হস্টেলটিতে প্রায় ৬ হাজার মহিলা থাকেন। এক সংস্থার মহিলা কর্মীদের জন্যই ১১ তলবিশিষ্ট ওই হস্টেলটি তৈরি হয়েছে। ধৃত তরুণী ওই হস্টেলেই থাকতেন। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরু থেকে ২২ বছর বয়সি ওই তরুণী এবং তাঁর পুরুষ সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। কৃষ্ণগিরি জেলার পুলিশ সুপার পি থাঙ্গাদুরাই জানান, ওই তরুণীর পুরুষ বন্ধুই মহিলাদের হস্টেলের স্নানঘরে গোপন ক্যামেরা বসানোর জন্য চাপ দিচ্ছিলেন। সেই চাপের মুখেই গত ২ নভেম্বর হস্টেলের যে ব্লকে উত্তর-পূর্ব ভারতের মহিলারা থাকেন, সেই ব্লকের স্নানঘরে একটি গোপন ক্যামেরা বসিয়ে দেন তরুণী।
পরবর্তী সময়ে বিষয়টি নজরে আসার পরই আবাসিকেরা বিক্ষোভ শুরু করেন হস্টেল চত্বরে। ঘটনাস্থলে পৌঁছে যান আবাসিকদের অভিভাবকেরাও। বিক্ষোভ বৃদ্ধি পেতে থাকায় ঘটনাস্থলে যান পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলাশাসক। পুলিশ ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ কিছুটা স্তিমিত হয়। হস্টেলের আরও কোথাও গোপন ক্যামেরা বসানো আছে কি না, তা খতিয়ে দেখেন মহিলা পুলিশকর্মীরা।
বস্তুত তদন্ত শুরু হওয়ার পর থেকেই হস্টেলে খোঁজ পাওয়া যাচ্ছিল না অভিযুক্ত তরুণীর। শেষে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বেঙ্গালুরুতে হানা দেয় পুলিশ। ওই অভিযানেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী এবং তাঁর পুরুষ বন্ধুকে।