Bihar Assembly Election 2025

বিহারে ভোট পড়েছে ৬৪ শতাংশ, উপমুখ্যমন্ত্রীর কনভয়ে ছোড়া হয় পাথর, গোবর আর চপ্পল

বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লখীসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয়কুমার সিন্‌হার কনভয়ে হামলার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং আরজেডির মধ্যে বাগ্‌যুদ্ধ শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ০৬:৩৬
Share:

(উপরে) উপমুখ্যমন্ত্রী বিজয় সিন্‌হার কনভয়ে থাকা গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ। লখীসরাইয়ের বিজেপি প্রার্থী তথা উপমুখ্যমন্ত্রী বিজয় সিন্‌হা (নীচে)। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ২০:৪১ key status

বিহারে ভোট পড়েছে ৬৪ শতাংশ

নির্বাচন কমিশন জানাল, বিহারে ভোট পড়েছে ৬৪.৬৬ শতাংশ। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৭:৪৯ key status

দুপুর ৫টা পর্যন্ত ভোটদানের হার

বিহারে দুপুর ৫টা পর্যন্ত ভোটদানের হার ৬০.১৩ শতাংশ। ১২১টি বিধানসভা আসনে ভোট হয়েছে বিহারে। ২০২০ সালের ভোটে প্রথম দফায় যত ভোট পড়েছিল, তার চেয়ে ৪.৪৫ শতাংশ বেশি ভোট পড়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৬:৩০ key status

দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার

দুপুর ৩টে পর্যন্ত বিহারে ৫৩.৭৭ শতাংশ ভোট পড়েছে। এই সময়ের মধ্যে ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে বেগুসরাই জেলা (৫৯.৮২ শতাংশ)। সব থেকে পিছিয়ে পটনা জেলা (৪৮.৬৯ শতাংশ)।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৬:২৭ key status

বুলডোজ়ার সতর্কতা উপমুখ্যমন্ত্রীর

কনভয়ে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ‘বুলডোজ়ার অ্যাকশন’ নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিন্‌হা। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না-করা হলে তিনি ঘটনাস্থলেই ধর্নায় বসবেন বলে জানিয়েছেন বিজয়। পুলিশের অবশ্য বক্তব্য, স্থানীয় গ্রামবাসীরাই বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৬:২৩ key status

কী বলল কমিশন

বিহারের উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ ওঠার পরেই সক্রিয় কমিশন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহার পুলিশের ডিজিকে এই বিষয়ে ‘দ্রুত পদক্ষেপ’ করার নির্দেশ দিয়েছেন। কমিশন জানিয়েছে, কাউকে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৪:৩৫ key status

উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা

বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লখীসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয়কুমার সিন্‌হার কনভয়ে হামলার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিজের নির্বাচনী এলাকায় একটি বুথে যাওয়ার সময় বিজয়ের কনভয়ে থাকা গাড়িগুলিকে লক্ষ্য করে পাথর, গোবর এব‌ং হাওয়াই চপ্পল ছোড়ার অভিযোগ ওঠে। তবে উপমুখ্যমন্ত্রী নিরাপদ এবং সুস্থ রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং আরজেডির মধ্যে বাগ্‌যুদ্ধ শুরু হয়েছে। তেজস্বীর দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে আরজেডি।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েক জন বিজয়ের কনভয়কে ঘিরে ধরে ‘মুর্দাবাদ-মুর্দাবাদ’ স্লোগান দিচ্ছেন। এই প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী বিজয় বলেন, “এরা সব আরজেডির গুন্ডা। ওরা জানে এনডিএ ক্ষমতায় আসছে। তাই গুন্ডামি করছে।”

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৪:০৯ key status

আরজেডির অভিযোগ খারিজ কমিশনের

আরজেডির শক্ত ঘাঁটি বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে তেজস্বী যাদবের দল। তবে আরজেডির এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৪:০১ key status

দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার

দুপুর ১টা পর্যন্ত বিহারে ৪২.৩১ শতাংশ ভোট পড়ল। এখনও পর্যন্ত ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে গোপালগঞ্জ (৪৬.৭৩ শতাংশ)। এই সময়ের মধ্যে সব থেকে কম ভোট পড়েছে পটনা জেলায় (৩৭.৭২ শতাংশ)।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১১:৩০ key status

ভোট দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ

পটনার বখতিয়ারের একটি বুথে ভোট দিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। ভোট দেওয়ার পর সমাজমাধ্যমে একটি পোস্ট করে ভোটারদের ভোটদানে উৎসাহিত করেন নীতীশ। তিনি লেখেন, “গণতন্ত্রে ভোটদান কেবল আমাদের অধিকারই নয়, এটা আমাদের দায়িত্বও বটে। আজ বিহারের বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ চলছে। সব ভোটারের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। অন্যদেরও ভোটদানে উৎসাহিত করুন।”

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১১:২৪ key status

অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা! প্রত্যয়ী মোদী

বিহারে এনডিএ অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, “বিহারে গণতন্ত্রের বৃহৎ উৎসবে মানুষের মধ্যে দারুণ উন্মাদনা দেখা যাচ্ছে। এই ঘটনা ইঙ্গিত করছে যে, বিধানসভা নির্বাচনে এনডিএ অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে।” বৃহস্পতিবার বিহারে প্রথম দফার নির্বাচন চলছে। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার। বৃহস্পতিবার বিহারের ফরবীসগঞ্জ এবং আরারিয়ায় দু’টি জনসভা করবেন মোদী।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১১:১৮ key status

সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার

সকাল ৯টা পর্যন্ত বিহারে ১৩.১৩ শতাংশ ভোট পড়েছে। ১৮টি জেলার মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে সহরসা জেলায় (১৫.২৭ শতাংশ)। এখনও পর্যন্ত সব থেকে কম ভোট পড়েছে লখীসরাই জেলায় (৭ শতাংশ)।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ০৯:১৪ key status

‘বিদ্রোহী’ তেজপ্রতাপকে সমর্থন দিদি রোহিণীর

আরজেডি নেত্রী হওয়া সত্ত্বেও লালুর ‘বিদ্রোহী’ পুত্র তেজপ্রতাপকে সমর্থন জানালেন লালু-কন্যা রোহিণী আচার্য।  তিনি বলেন, “আমার শুভেচ্ছা ওর সঙ্গে রয়েছে, আমি ওকে (তেজপ্রতাপ) আশীর্বাদ করছি। আপনি কি আপনার ভাইকে আশীর্বাদ করবেন না?”

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ০৮:৫৪ key status

দুই সন্তানকেই শুভেচ্ছা জানালেন রাবড়ী দেবী

তেজস্বী এবং তেজপ্রতাপ— দুই সন্তানকেই শুভেচ্ছা জানালেন লালু-পত্নী রাবড়ী দেবী। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী বলেন, “দুই সন্তানের জন্যই আমার শুভেচ্ছা রয়েছে। তেজপ্রতাপ নিজের মতো লড়ছে। আমি তাঁদের (তেজস্বী এবং তেজপ্রতাপ) মা। দু’জনের জন্যই আমার শুভেচ্ছা রয়েছে।” প্রসঙ্গত, ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপকে  দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছেন লালু। তার পরেই ‘জনশক্তি জনতা দল’ গঠন করেছেন তেজপ্রতাপ। ২২টি আসনে প্রার্থী দিয়েছে তাঁর দল। নিজের পুরনো কেন্দ্র মহুয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেজপ্রতাপ। অন্য দিকে, রাঘোপুর কেন্দ্র থেকে আরজেডির টিকিটে লড়ছেন লালু-রাবড়ীর কনিষ্ঠপুত্র তেজস্বী। বৃহস্পতিবার দুই কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ০৮:৫১ key status

বদল হবে, বললেন লালু

স্ত্রী রাবডী দেবীকে নিয়ে পটনার একটি বুথে ভোট দিলেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। ভোট দিয়ে বেরিয়ে লালু বলেন, ‘বদল হবে’।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ০৮:৪৯ key status

১৪ নভেম্বর বিহারে নতুন সরকার: তেজস্বী

পটনায় স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে ভোট দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ভোট দিয়ে বেরিয়ে লালু-পুত্র জানান, তিনি বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর জয়ের বিষয়ে আশাবাদী। আগামী ১৪ নভেম্বর (বিহারে ভোটগণনা এবং ফলপ্রকাশের দিন) নতুন সরকার তৈরি হবে বলেও দাবি করেন অধুনার বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী। 

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ০৮:৩৮ key status

কী বললেন তেজস্বী

আরজেডিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভিডিয়োবার্তা বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবের। ভোটদানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তেজস্বী বলেন, “আপনার ভোট বিহারের উন্নতির পথকে প্রশস্ত করবে। আগে ভোট। অন্য কাজ কিছু সময় পরেও করা যেতে পারে।”

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ০৮:১৬ key status

কী বার্তা মোদীর

বিহারে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই ভোটারদের ‘পূর্ণ উদ্যমে’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে হিন্দিতে একটি পোস্ট করেন তিনি। সেখানে মোদী লেখেন, “গণতন্ত্রের উৎসবে আজ বিহারে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হচ্ছে। এই পর্বে সকল ভোটারের কাছে আমার আবেদন, আপনারা পূর্ণ উদ্যমে ভোট দিন।” ওই পোস্টেই বিহারের প্রথম বারের ভোটার যাঁরা, তাঁদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভোটারদের উদ্দেশে মোদীর বার্তা, “মনে রাখবেন, আগে ভোট, পরে আহার-বিশ্রাম।”

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ০৭:৫৬ key status

সকাল ৭টায় শুরু ভোটগ্রহণ

সকাল ৭টা থেকে বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কোনও কোনও জায়গায় অবশ্য এক ঘণ্টা আগে, বিকেল ৫টাতেই ভোটগ্রহণ শেষ হবে।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ০০:০৯ key status

প্রথম দফায় ভোটারের সংখ্যা কত?

দেশের প্রথম রাজ্য হিসাবে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) হয়েছে এ বার। প্রথম দফায় ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৫ লক্ষেরও বেশি। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে মগধভূমে। গণনা আগামী ১৪ নভেম্বর।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ০০:০৭ key status

বৃহস্পতিবার ভোটগ্রহণ কোথায় কোথায় হবে?

প্রথম দফার ভোটগ্রহণের তালিকায় রয়েছে— পটনা, দ্বারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফ্‌ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলা। এর মধ্যে মধ্য বিহারের জেলাগুলিতে আরজেডির ভাল প্রভাব রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement