Encounter in UP

পঞ্চায়েত সদস্যকে খুনের চেষ্টা, উত্তরপ্রদেশে ‘এনকাউন্টার’! পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ধৃত তিন শুটার

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিজয়কে খুনের জন্য জড়ো হয়েছিল তিন শুটার। পুলিশ ঘটনাস্থলে যেতেই তাদের লক্ষ্য করে গুলি চালায় তিন শুটার। পাল্টা গুলি চালায় পুলিশও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১৩:৪০
Share:

ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের বহরাইচে পঞ্চায়েতের প্রাক্তন সদস্যকে খুনের পরিকল্পনা করেছিল তিন দুষ্কৃতী। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন পঞ্চায়েত সদস্য বিজয় সিংহকে খুন করার জন্য জড়ো হয়েছিল তিন শুটার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানো পৌঁছোয়। পঞ্চায়েত সদস্যকে খুন করার জন্য ১০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। তদন্তে জানতে পেরেছে পুলিশ, বিজয়ের জামাই অলোক সিংহ এই সুপারি দিয়েছিলেন। তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিজয়কে খুনের জন্য জড়ো হয়েছিল তিন শুটার। পুলিশ ঘটনাস্থলে যেতেই তাদের লক্ষ্য করে গুলি চালায় তিন শুটার। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। সেই সংঘর্ষে তিন শুটার আহত হয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অলোক সিংহকেও গ্রেফতার করা হয়েছে। কেন বিজয়কে খুনের সুপারি দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ পারিবারিক বিবাদের জেরেই বিজয়কে খুনের ছক কষেন তাঁর জামাই অলোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement