পুলিশ প্রহরায় সমবায় সভা

নিরাপত্তাকর্মী মোতায়েন করে ‘করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ’-এর সাধারণ সভা হল করিমগঞ্জ কলেজে। ওই সংগঠনে কংগ্রেস ও বিজেপি সমর্থকদের বিবাদের জেরে সাধারণ সভায় উত্তাপ ছিল। কংগ্রেস পরিচালিত ওই সংস্থার বিরুদ্ধে আদালতে ৩টি মামলা দায়ের করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০৩:০৩
Share:

নিরাপত্তাকর্মী মোতায়েন করে ‘করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ’-এর সাধারণ সভা হল করিমগঞ্জ কলেজে। ওই সংগঠনে কংগ্রেস ও বিজেপি সমর্থকদের বিবাদের জেরে সাধারণ সভায় উত্তাপ ছিল। কংগ্রেস পরিচালিত ওই সংস্থার বিরুদ্ধে আদালতে ৩টি মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু সে সব উচ্চ আদালতে খারিজ হয়ে যায়। আজ সকালে করিমগঞ্জের জেলাশাসক মনোজ কুমার ডেকার সঙ্গে দেখা করেন রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা। জেলাশাসক তাঁদের জানান, আদালত সাধারণ সভা বসানোর উপর কোনও বিধিনিষেধ আরোপ করেনি। সভায় গণ্ডগোলের আশঙ্কায় নিরাপত্তা বাহিনী মোতায়েনের আবেদন করেছিল কো-অপারেটিভ। আজ প্রশাসনের তরফে সেখানে সিআরপি ও পুলিশ পাঠানো হয়। সভায় সংস্থার হিসেব পেশ করেন চেয়ারম্যান সুব্রত দেব। বিভিন্ন বক্তা কো-অপারেটিভের বিরুদ্ধে মামলা দায়ের করা সদস্যদের নিলম্বিত করে দেওয়ার প্রস্তাব রাখেন। চেয়ারম্যান অবশ্য তাতে রাজি হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement