আইনি পড়ুয়া অর্চনা। ছবি: সংগৃহীত।
ট্রেন থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বছর ঊনত্রিশের অর্চনা তিওয়ারি। দশ দিন পর তাঁর হদিস পেল পুলিশ। মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা অর্চনা আইনের ছাত্রী। গত ৭ অগস্ট ইনদওর থেকে ইনদওর-বিলাসপুর-নর্মদা এক্সপ্রেস কাটনি যাচ্ছিলেন অর্চনা। রাত ১০টা ১৫ মিনিটে ভোপালে পৌঁছোন। সেখানে পৌঁছে তাঁর মায়ের সঙ্গে ফোনে কথা বলেন। কিন্তু তার পর থেকেই অর্চনার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পুলিশ সূত্রে খবর, অর্চনার হদিস মিলেছে। গ্বালিয়রের এক কনস্টেবলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। সেই কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু অর্চনা কোথায় রয়েছেন, সেই তথ্য জানায়নি পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, গত ৭ অগস্ট উমারিয়া স্টেশনে অর্চনার ব্যাগ উদ্ধার হয়। তাঁর মোবাইলের টাওয়ারের শেষ অবস্থান ভোপালে চিহ্নিত করে পুলিশ। তার পরই পুলিশ দ্রুততার সঙ্গে তল্লাশি অভিযানে নামে। বেশ কয়েকটি স্টেশনের ৯৭টি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। পুলিশের তিনটি দল গঠন করা হয়। যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন অর্চনা সেই এলাকা এবং তার আশপাশের এলাকগুলিতেও তল্লাশি চালানো হয়।
অর্চনার ভাইয়ের দাবি, তাঁর দিদি জীবিত আছেন। তবে কোথায় আছেন সেটি জানায়নি পুলিশ। পুরো তথ্য তদন্তকারীরাই জানাবেন বলে জানিয়েছেন অর্চনার ভাই।