Acid Attack on Lawyer

উত্তরপ্রদেশে আদালত চত্বরে মহিলা আইনজীবীর উপর অ্যাসিড হামলা! দুই অভিযুক্তের খোঁজে পুলিশ

আদালত চত্বরে নিজের চেম্বারের দিকে যাচ্ছিলেন মহিলা আইনজীবী। সেই সময়েই তাঁর উপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে দু’টি পৃথক মামলা লড়ছিলেন আইনজীবী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৭:৪১
Share:

মহিলা আইনজীবীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উত্তরপ্রদেশে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক আদালতে মহিলা আইনজীবীর উপর অ্যাসিড হামলার অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। দুষ্কৃতীদের বিরুদ্ধে দু’টি পৃথক মামলায় অভিযোগকারীদের হয়ে মামলা লড়ছিলেন ওই মহিলা আইনজীবী। শুক্রবার তিনি আদালত চত্বরে নিজের চেম্বারে (আইনজীবীর বসার কক্ষ) যাওয়ার পথে দুই দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। আইনজীবীর মাথায় দেশি পিস্তল ঠেকায় এক দুষ্কৃতী। অপর জন আইনজীবীর শরীরে অ্যাসিড ছুড়ে মারে। অ্যাসিডদগ্ধ অবস্থায় ওই আইনজীবীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর মুখ এবং মাথার কিছু অংশ পুড়ে গিয়েছে।

Advertisement

ঘটনায় ইতিমধ্যে মহিলার বয়ানের ভিত্তিতে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১২৪ (১) ধারায় অ্যাসিড হামলা-সহ অন্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা আইনজীবী তাঁর চেম্বারের কাছে পৌঁছতেই পিছন থেকে হামলা চালায় দুষ্কৃতীরা। মহিলার চিৎকার শুনে অন্য আইনজীবী এবং মামলাকারীরা ছুটে আসতেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।

তবে দুষ্কৃতীদের উভয়কেই চিনতে পেরেছেন আক্রান্ত আইনজীবী। পুলিশকে দুই অভিযুক্তের নামও জানিয়েছেন তিনি। উভয়ের বিরুদ্ধেই দু’টি পৃথক মামলা লড়ছেন ওই মহিলা। এক দুষ্কৃতীর বিরুদ্ধে মহিলাকে হেনস্থার অভিযোগে মামলা রয়েছে। অপর জনের বিরুদ্ধে পণ নেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলা রয়েছে বলে পুলিশকে জানান আইনজীবী।

Advertisement

মোরাদাবাদের পুলিশ সুপার (গ্রামীণ) আকাশ সিংহ জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে অ্যাসিড হামলার মামলা রুজু হয়েছে। কী ধরনের তরল হামলাকারীরা ব্যবহার করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। মহিলার চিকিৎসা চলছে এবং তিনি বর্তমানে বিপন্মুক্ত বলেও জানান পুলিশ সুপার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement