Mumbai police

ছাদ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশকর্মীর, নেপথ্যে মানসিক অবসাদ বলে অনুমান

গত দু’বছর ধরে মুম্বই পুলিশের বম্ব স্কোয়াডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ আবাসনের ছাদ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২২
Share:

—প্রতীকী ছবি।

পুলিশ আবাসনের ছাদ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার এক পুলিশকর্মীর। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের কালিনা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম প্রহ্লাদ বানসোড়ে (৪২)। অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসারের পদে কর্মরত ছিলেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, উত্তর মহারাষ্ট্রের জলগাঁও এলাকার বাসিন্দা প্রহ্লাদ। গত দু’বছর ধরে মুম্বই পুলিশের বম্ব স্কোয়াডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ আবাসনের ছাদ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর।

পুলিশের অনুমান, ছাদে গিয়ে আত্মহত্যা করেছেন প্রহ্লাদ। যদিও তল্লাশি চালিয়ে কোনও সুইসাইড নোট খুঁজে পায়নি পুলিশ।

Advertisement

জিজ্ঞাসাবাদ চলাকালীন প্রহ্লাদের স্ত্রী পুলিশকে জানান, বহু দিন ধরে সুস্থ বোধ করছিলেন না প্রহ্লাদ। কোনও কারণে মানসিক অবসাদেও ভুগছিলেন। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি এমনটাই পুলিশের দাবি। এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement