Delhi School Bomb Threat

দাবিপূরণ না হলেই বোমা বিস্ফোরণ হবে! দিল্লির বহু স্কুলে ফের হুমকি-মেল, চলতি সপ্তাহে দ্বিতীয় বার

ইমেলে নিজেদের পরিচয় গোপন রেখে প্রেরকেরা জানান, তাঁদের দাবিপূরণ না-হলে শুক্রবার এবং শনিবার স্কুলগুলিতে বিস্ফোরণ হবে। বিস্ফোরণের অভিঘাতে স্কুলভবনও ভেঙে পড়তে পারে বলে দাবি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১০:২৪
Share:

দিল্লির একটি স্কুলে চলছে তল্লাশি অভিযান। শুক্রবার সকালে। ছবি: সংগৃহীত।

ফের বোমাতঙ্ক ছড়াল দিল্লির একাধিক স্কুলে। সোমবার সকালে একাধিক স্কুল কর্তৃপক্ষের কাছে হুমকি-মেল যায়। ইমেলে নিজেদের পরিচয় গোপন রেখে প্রেরকেরা জানান, তাঁদের দাবিপূরণ না-হলে শুক্রবার এবং শনিবার স্কুলগুলিতে বিস্ফোরণ হবে। বিস্ফোরণের অভিঘাতে প্রাণহানির পাশাপাশি স্কুলভবনও ভেঙে পড়তে পারে বলে দাবি করা হয়েছে। তবে দাবির কথা কিছু জানানো হয়নি। স্কুল কর্তৃপক্ষ ইমেলের উত্তর দিলে তবেই তা জানানো হবে বলে লেখা হয়েছে।

Advertisement

হুমকি-মেল পেয়েই বিষয়টির কথা পুলিশকে জানান বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মী এবং দমকলের আধিকারিকেরা। পৌঁছয় বম্ব স্কোয়াডও। পুলিশ-কুকুর নিয়ে গিয়েও তল্লাশি শুরু হয়। তল্লাশি পর্ব এখনও চলছে। তবে এখনও পর্যন্ত অস্বাভাবিক কিছু নজরে আসেনি।

শুক্রবার সকালে ওই ইমেল পায় পূর্ব কৈলাস, শ্রীনিবাস পুরী, ময়ূর বিহার এলাকায় থাকা একাধিক স্কুল। একই বয়ানের মেলে লেখা হয়, “আগামী ১৪ ডিসেম্বর বেশ কয়েকটি স্কুলে কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বৈঠক রয়েছে।” তার পর সে দিনও বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়।

Advertisement

তবে দিল্লিতে এই ধরনের ঘটনা নতুন নয়। চলতি সপ্তাহের গোড়াতেই দিল্লির ৪০টি স্কুলে বোমা রাখা রয়েছে বলে ইমেল গিয়েছিল। পরে তল্লাশি চালিয়েও ওই স্কুলগুলি থেকে বোমা বা অন্য কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। আগের মেলে বিস্ফোরণ এড়াতে মেলের প্রাপক ৩০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ২৫ লক্ষ টাকা) দাবি করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement