উদ্ধার তিনটি মোটরবাইক

চুরি যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দু’টি মোটরবাইক খুঁজে বের করল পুলিশ। চোরেদের ঘাঁটি থেকে মিলেছে তৃতীয় একটি মোটরবাইকও। তবে চোর ধরা পড়েনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৫ ০২:৪৫
Share:

চুরি যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দু’টি মোটরবাইক খুঁজে বের করল পুলিশ। চোরেদের ঘাঁটি থেকে মিলেছে তৃতীয় একটি মোটরবাইকও। তবে চোর ধরা পড়েনি।

Advertisement

কাছাড় জেলার লক্ষ্মীপুরের মহকুমা পুলিশ অফিসার অঞ্জন পণ্ডিত জানান, পরশু রাতে দু’টি বাইক চুরি হয়। বিন্নাকান্দির ডি রংমাইয়ের বাড়ি থেকে নিয়ে যায় একটি মোটরবাইক। অন্যটি খোয়া যায় সিঙ্গেরবন্দের রঞ্জিত সিংহের বাড়ি থেকে। একই রাতে দু’টি মোটরসাইকেল চুরির ঘটনাকে পুলিশ বিশেষ গুরুত্বের সঙ্গে নেন বলে অঞ্জনবাবু জানান। তাঁরা সমস্ত সূত্রকে কাজে লাগান। গত কাল খবর মেলে, লালপানির কাছে ওল্ড খয়রাবাদের জঙ্গলে রাখা আছে মোটরসাইকেলগুলি। গভীর রাতে পুলিশ বাহিনী জঙ্গলের ভিতরে ঢোকে। এক জায়গাতেই তিনটি মোটরসাইকেল পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement