মহিলার সঙ্গে পালিয়ে যাওয়া কিশোরকে উদ্ধার করল পুলিশ। — প্রতীকী চিত্র।
৩৬ বছর বয়সি প্রতিবেশী মহিলার সঙ্গে পালিয়ে গিয়েছিল এক কিশোর! ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের নাগপুরে। প্রতিবেশী ওই মহিলা তিন সন্তানের মা! কিশোরের পরিবারের দাবি, ওই মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল তাদের সন্তান। একাদশ শ্রেণির পড়ুয়া ওই কিশোরকে ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই কিশোরের বাড়ির কাছেই একটি মন্দির রয়েছে। সেখানে মাঝেমধ্যেই দুই পরিবারের দেখা হত। মহিলার সঙ্গে দেখা হলে কিশোরের বাবা ওই মহিলার সন্তানদের খোঁজখবর নিতেন। ওই সময়েই ওই ছাত্রের বাবার প্রথম সন্দেহ জাগে। তাঁর সন্দেহ হয়, প্রতিবেশী মহিলার প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ছে তাঁর কিশোর পুত্রটি। মহিলার হাবভাবও সন্দেহজনক ঠেকে তাঁর। মহিলার সঙ্গে বেশি মেলামেশা না-করার জন্যও বলেন নিজের সন্তানকে। ওই সন্দেহের কারণে ছেলেকে এক আত্মীয়ের বাড়িতেও পাঠিয়ে দেন তিনি। কিন্তু তাতেও সুরাহা হয়নি। শেষে ওই আত্মীয়ের বাড়ি থেকেই মহিলার সঙ্গে পালিয়ে যায় কিশোর।
ঘটনার পরে স্থানীয় থানায় অভিযোগ জানান কিশোরের পরিবারের লোকেরা। অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। অন্য দিকে মহিলার বাড়ি থেকেও একটি পৃথক নিখোঁজ ডায়েরি করা হয়। পরে পুলিশের মানবপাচার রোধ (অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং) শাখার হাতে যায় মামলার তদন্তভার। পুলিশি অভিযানে ইতিমধ্যে ওই মহিলার সন্ধান মিলেছে। উদ্ধার করা হয়েছে কিশোরকেও। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেশী কিশোরকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহিলাকে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর মহিলাকে আদালতে পেশ করা হলে তিনি জামিন পেয়ে যান।