ভোটগ্রহণ হল দক্ষিণের তিন রাজ্যে

ভোট হল তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। এ দিন সকাল ৭টা থেকেই ভোটগ্রহণ শুরু হয় ওই তিন রাজ্যে। তালিমনাড়ুর মোট ৩২ জেলার ২৩৪টি কেন্দ্রের মধ্যে ২৩২টি কেন্দ্রে ৩৭০০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হল আজ।

Advertisement
শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ০৯:৩৭
Share:

ভোট হল তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। এ দিন সকাল ৭টা থেকেই ভোটগ্রহণ শুরু হয় এই তিন রাজ্যে। তালিমনাড়ুর মোট ৩২ জেলার ২৩৪টি কেন্দ্রের মধ্যে ২৩২টি কেন্দ্রে ৩৭০০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হল আজ। বাকি দুই কেন্দ্র, অরভাকুরিচি ও তাঞ্জাভুরে ভোটগ্রহণ হবে আগামী ২৩ মে। এ দিন এআইএডিএমকে প্রধান জয়ললিতা এবং ডিএমকে সুপ্রিমো করুণানিধিরও ভাগ্য নির্ধারিত হয়েছে।

Advertisement

তামিলনা়ড়ুর পাশাপাশি ভোটগ্রহণ হয়েছে কেরলের ১৪০টি আসনেও। সেখানে দুই চির প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) এবং ইউনাই়টেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)-এর মধ্যে জোর টক্কর হয়েছে। দৌড়ে পিছিয়ে নেই বিজেপিও। কেরলে আজ যে সব তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী উম্মেন চণ্ডী, স্বরাষ্ট্র মন্ত্রী রমেশ সেনিথালা, কেন্দ্রীয় মন্ত্রী ও রাজাগোপাল এবং ক্রিকেটার শ্রীসন্থ।

ভোট হয়েছে পুদুচেরির ৩০টি আসনেও।

Advertisement

আরও পড়ুন- অসম, কেরল, তামিলনাড়ু, ভোট পরবর্তী সমীক্ষা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement