বেহাল সড়ক সারাইয়ে আশ্বাস রাজ্যপালের

পুজোর আগে করিমগঞ্জের জাতীয় সড়কে আংশিক মেরামতির বিষয়ে কেন্দ্রীয় ভূতল পরিবহণ মন্ত্রীর সঙ্গে তিনি নিজে কথা বলবেন বলে আশ্বাস দেন অসমের রাজ্যপাল বনোয়ারি লাল পুরোহিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৬
Share:

পুজোর আগে করিমগঞ্জের জাতীয় সড়কে আংশিক মেরামতির বিষয়ে কেন্দ্রীয় ভূতল পরিবহণ মন্ত্রীর সঙ্গে তিনি নিজে কথা বলবেন বলে আশ্বাস দেন অসমের রাজ্যপাল বনোয়ারি লাল পুরোহিত।

Advertisement

আজ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নেতৃত্বে জেলা কংগ্রেসের এক প্রতিনিধিদল গুয়াহাটি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করলে তিনি এই আশ্বাস দেন। রাজ্যপাল তাঁদের বলেন, সবেমাত্র তিনি রাজ্যপালের দায়িত্ব নিয়েছেন। সে কারণে অসমের সব ক’টি জেলার সমস্যা নিয়ে এখনও অবহিত নন। আজ করিমগঞ্জ জেলা কংগ্রেসের প্রতিনিধিদল জাতীয় সড়কের যে করুণ চিত্র তুলে ধরেছে তা নিয়ে তিনি কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ীর সঙ্গে কথা বলবেন।

জেলা কংগ্রেসের প্রতিনিধি দলে উত্তর করিমগঞ্জের বিধায়ক ছাড়াও ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায়, সাধারণ সম্পাদক সুব্রত দেব। প্রতিনিধি দলটি রাজ্যপালকে জানায়, করিমগঞ্জের জাতীয় সড়ক দিয়ে ভালে করে গাড়ি চলাচল করতে পারে না। নিত্যযাত্রী থেকে আরম্ভ করে রোগীদেরও দুর্ভোগ পোহাতে হয়। শ্রীগৌরী থেকে করিমগঞ্জ পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা খুবই খারাপ।

Advertisement

কংগ্রেস অভিযোগ করেছে, জাতীয় নাগরিক পঞ্জি নবীকরণের নামে ভারতীয়দের হয়রানি করা হচ্ছে। বিভিন্ন জনের নামের সঙ্গে ‘ওআই’ শব্দটি ব্যবহার করে দস্তুর মতো হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নাগরিক পঞ্জির কাজ চলছে বলে রাজ্যপাল জানান। তবে প্রকৃত ভারতীয়দের যাতে হয়রানি করা না হয় সে বিষয়ে তিনি নজর দেবেন বলে আশ্বস্ত করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement