দেশের ৭০তম স্বাধীনতা দিবসের আগে সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার ডাক দিলেন রাষ্ট্রপতি

দেশের ৭০তম স্বাধীনতা দিবসের আগের সন্ধেয় সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার ডাক দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

Advertisement
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ০৩:৪৬
Share:

দেশের ৭০তম স্বাধীনতা দিবসের আগের সন্ধেয় সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার ডাক দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, দেশবাসীর মধ্যে বিভাজন তৈরি করে এমন কোনও শক্তি যেন মাথা চাড়া না দিতে পারে দেশে। রাষ্ট্রপতি স্মরণ করালেন, ভারত তখনই এগোবে, যখন ভারতের সকলে এগোবে। তাই দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি যেন তাঁর ‘মর্যাদা’ থেকে বিচ্যুত না হয়। নারী-শিশু ও দলিতের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার উপরেও বিশেষ জোর দেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে প্রণববাবু রবিবার জাতির উদ্দেশে তাঁর পঞ্চম বক্তৃতাটি করলেন। সে কথা উল্লেখ করেই তিনি জানান, গত চার বছরে তিনি ক্ষমতার মসৃণ হস্তান্তর থেকে জিএসটি বিল পাশের মতো সন্তোষজনক ঘটনা বা অগ্রগতি যেমন দেখেছেন, তেমনই বিভাজন সৃষ্টিকারী কিছু শক্তির মাথা তোলাও তাঁকে উদ্বিগ্ন করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন