আকাশবাণীর চ্যানেলে কোপ

খরচ কমাতে গত ২৪ ডিসেম্বর এই সিদ্ধান্ত নিয়েছে প্রসার ভারতী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ০২:৪৯
Share:

—ফাইল চিত্র।

আমদাবাদ, হায়দরাবাদ, লখনউ, শিলং ও তিরুঅনন্তপুরম— পাঁচ শহরে আকাশবাণীর ন্যাশনাল চ্যানেল এবং আঞ্চলিক সম্প্রচার ও মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কেন্দ্র (আরএবিএম) বন্ধ হচ্ছে। খরচ কমাতে গত ২৪ ডিসেম্বর এই সিদ্ধান্ত নিয়েছে প্রসার ভারতী।

Advertisement

নির্দেশ জারি হয়েছে ৩ ডিসেম্বর। জানানো হয়েছে, নয়াদিল্লির টোডাপুর, নাগপুর-সহ বিভিন্ন শহরেও কর্তা ও কর্মীর সংখ্যা কমানো হবে। সব ক্ষেত্রেই কর্মীদের অন্যত্র কাজে লাগানো হবে। আকাশবাণীর কর্মীদের একাংশ এতে অসন্তুষ্ট।

তাঁদের মতে, ন্যাশনাল চ্যানেলগুলির গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকার কথা মাথায় রেখে অন্য পথেও খরচ নিয়ন্ত্রণ করা যেত। ন্যাশনাল চ্যানেলের মূল্যবান অনুষ্ঠানগুলি ডিজিটাল আকারে সংরক্ষণের জন্য নয়াদিল্লির কেন্দ্রীয় সংগ্রহালয়ে পাঠাতে বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement