Bihar Election Result 2025

বিহারে ভোট কিনতে ব্যবহার করা হয়েছে বিশ্বব্যাঙ্কের ১৪ হাজার কোটি টাকা! হেরে গিয়ে অভিযোগ পিকের দলের

পিকের দলের দাবি, বিহারে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিশ্বব্যাঙ্ক যে ১৪ হাজার কোটি টাকা দিয়েছিল, তা ভোটে জিততে ব্যবহার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৬:৪৯
Share:

প্রশান্ত কিশোর। —ফাইল চিত্র।

বিহারে ভোটারদের প্রভাবিত করতে বিশ্বব্যাঙ্কের ১৪ হাজার কোটি টাকা ব্যবহার করা হয়েছে! এমনই দাবি করল প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকের দল জন সুরাজ পার্টি। পিকের দলের দাবি, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিশ্বব্যাঙ্ক যে ১৪ হাজার কোটি টাকা দিয়েছিল, তা ভোটে জিততে ব্যবহার করা হয়েছে। এই টাকা থেকেই নীতীশ কুমারের সরকার মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় ১ কোটি ২৫ লক্ষ মহিলাকে ১০ হাজার টাকা দিয়েছে বলেও অভিযোগ করেছে জন সুরাজ পার্টি।

Advertisement

শনিবার একটি সাংবাদিক সম্মেলন করে পিকের দলের জাতীয় সভাপতি উদয় সিংহ বলেন, “নির্বাচনের ফলাফলকে কেনা হয়েছে। ২১ জুন থেকে ভোটের দিন পর্যন্ত ৪০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। জনগণের টাকা ব্যবহার করে জনগণের ভোট কেনা হয়েছে। আমি এটাও জানলাম যে, বিশ্বব্যাঙ্কের কাছ থেকে পাওয়া টাকা নগদ অর্থবিলিতে ব্যবহার করা হয়েছে।” বিষয়টি নিয়ে তদন্তের দাবিও জানিয়েছে পিকের দল।

ভোটকুশলী হিসাবে পিকের বহু রাজনৈতিক পূর্বানুমান অক্ষরে অক্ষরে মিলে গেলেও বিহার তাঁকে শূন্য হাতেই ফিরিয়েছে। ভোটের আগে-পরে নানা কারণে বার বার সংবাদ শিরোনামে থাকলেও পিকে-র দল একটি আসনেও জিততে পারেনি। শনিবার সাংবাদিক বৈঠক করে পিকের দলের তরফে বলা হয়, তারা ভোটের ফলাফলে হতাশ হলেও হতোদ্যম নয়। একই সঙ্গে জানানো হয়, তারা কোনও আসন না-পেলেও শাসকজোট এনডিএ-র বিরোধিতা করে যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement