নিরাপত্তা বিক্রি করেছে কেন্দ্র, সরব প্রশান্ত

ভারতে এত বড় ‘দুর্নীতি’ আগে কখনও হয়নি। কলকাতায় এসে রবিবার রাফাল চুক্তি নিয়ে এমনই অভিযোগ করলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁর বক্তব্য, ‘‘দেশের নিরাপত্তাকে বিক্রি করে দিয়েছে বর্তমান সরকার!’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩০
Share:

প্রশান্ত ভূষণ। ছবি: টুইটার।

ভারতে এত বড় ‘দুর্নীতি’ আগে কখনও হয়নি। কলকাতায় এসে রবিবার রাফাল চুক্তি নিয়ে এমনই অভিযোগ করলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁর বক্তব্য, ‘‘দেশের নিরাপত্তাকে বিক্রি করে দিয়েছে বর্তমান সরকার!’’

Advertisement

এনডিএ আমলেরই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিন্হা, অরুণ শৌরী এবং প্রশান্ত ‘রাফাল দুর্নীতি’ শীর্ষক একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করেছেন। কলকাতা প্রেস ক্লাবে এ দিন প্রশান্তের দাবি, কংগ্রেস আমল থেকে মোদী সরকারের সময় পর্যন্ত চুক্তি বিষয়ক সমস্ত তথ্য তাঁদের রিপোর্টে আছে। যার সাহায্যে চুক্তিটি নিয়ে মোদী সরকারের দুর্নীতি ‘ফাঁস’ করা যায়। প্রশ্ন তোলা যায়, কেন ১২৬টির জায়গায় মাত্র ৩৬টি যুদ্ধ বিমান কেনার চুক্তি হল? কেন হ্যাল-কে অন্ধকারে রেখে অনিল অম্বানীর কোম্পানিকে বরাত ‘পাইয়ে’ দেওয়া হল? কার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী মাত্র দু’দিনের মধ্যে পুরনো চুক্তি বাতিল করে নতুন চুক্তি সই করলেন? এবং সর্বোপরি কেন প্রতিটি বিমানের দাম প্রায় ১০০০ কোটি টাকা বেড়ে গেল? তবে বিষয়টি নিয়ে এখনই আদালতে যাওয়ার কথা ভাবছেন না প্রশান্তেরা। তাঁর বক্তব্য, ‘‘বিরোধীরাই সরকারের উপরে চাপ সৃষ্টি করুক। প্রয়োজনে আদালতে যাক। আমরা সত্য সামনে এনেছি মাত্র।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন