Maha Kumbh Mela 2025

২৬ ফেব্রুয়ারি শেষ মহাকুম্ভ, সময়সীমা বৃদ্ধির জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন প্রয়াগরাজের জেলাশাসক

জেলাশাসক জানিয়েছেন, মেলার সময়সীমা বৃদ্ধি নিয়ে সরকার বা জেলা প্রশাসনের তরফে কোনও প্রস্তাব রাখা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৯
Share:

আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হবে মহাকুম্ভ । —ফাইল চিত্র।

যতই ভিড় থাক, মহাকুম্ভের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে না। মঙ্গলবার জানিয়ে দেন প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র মন্দার। তিনি আরও জানান, ‘পুণ্যতিথি’ মেনেই মহাকুম্ভের আয়োজন করা হয়। তাই তার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ২৬ ফেব্রুায়ারিই শেষ হবে মহাকুম্ভ।

Advertisement

মহাকুম্ভে লাখ লাখ মানুষের জমায়েত হয়েছে। ভিড়ের কারণে পৌঁছোতে পারেননি বহু পুণ্যার্থী। তাঁদের সুযোগ করে দেওয়ার জন্য কুম্ভের সময়সীমা বৃদ্ধির দাবি তুলেছিলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি সাংসদ অখিলেশ যাদব-সহ বিভিন্ন পক্ষ। তার মধ্যেই জল্পনা শুরু হয় যখন পুলিশের ডিউটির মেয়াদ বৃদ্ধি করার নির্দেশিকা জারি হয়। মনে করা হচ্ছিল, কুম্ভের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে বলেই এই সিদ্ধান্ত। কিন্ত সেই জল্পনা খারিজ করে দিল প্রশাসন। মন্দার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে পুণ্যার্থীদের সব রকম সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে প্রশাসন। মেলার সময়সীমা বৃদ্ধি নিয়ে সরকার বা জেলা প্রশাসনের তরফে কোনও প্রস্তাব রাখা হয়নি। এ ধরনের ‘ভুয়ো তথ্য’-এ পুণ্যার্থীদের কান দিতে বারণ করেছেন তিনি। পাশাপাশি, আগামী দিনে কুম্ভে পুণ্যার্থীদের সুবিধার জন্য সব রকম ব্যবস্থা রাখার আশ্বাসও দিয়েছেন।

অভিযোগ উঠেছে, ভিড়ের কারণে ইলাহাবাদের স্টেশন বন্ধ রাখা হয়েছে। সেই অভিযোগ উড়িয়ে মন্দার বলেন, ‘‘ভিড়ের দিনে দারাগঞ্জে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন নিয়মমাফিকই বন্ধ রাখা হয়েছিল। কারণ, এটা মেলার একেবারে কাছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ করা হয়েছে। তবে বাকি সব স্টেশন খোলা রয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement