প্রাক-স্বাধীনতার সূচনা করিমগঞ্জে

আজ থেকে করিমগঞ্জে শুরু হল প্রাক্-স্বাধীনতা দিবস পালন। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে শুরু করে আগামী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৬ ০২:৩৫
Share:

আজ থেকে করিমগঞ্জে শুরু হল প্রাক্-স্বাধীনতা দিবস পালন। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে শুরু করে আগামী তিন দিন ধরে স্বাধীনতা দিবস উদযাপন হবে।

Advertisement

কর্মসূচির প্রথম দিনের সকালে দেশাত্মবোধক সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর স্টেশন রোডে শরীর চর্চা করেন অসংখ্য মানুষ। অসম পুলিশের জওয়ানরাও যোগব্যায়ামে সামিল হন। এ ছাড়া, বিভিন্ন সরকারি কার্যালয়ের আধিকারিক, কর্মী, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মিছিলে অংশগ্রহণ করে।

শহরের অম্বেদকর মূর্তির পাদদেশে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন বিভিন্ন বক্তা। অন্য দিকে, করিমগঞ্জের সরকারি স্কুলের মাঠে আজ প্যারেডের অন্তিম মহড়া চলেছে। সেখানে প্রথম শ্রেণির ছাত্র আরিফ আহমেদ পুলিশ, হোমগার্ড, এনসিসি এবং স্কাউটের অভিবাদন গ্রহণ করেন। একই সঙ্গে পতাকা উত্তোলনের মহড়ায় ৫ বছরের ছোট্ট আরিফ পতাকা উত্তোলনও করে। আরিফ আহমেদের বাড়ি করিমগঞ্জের পুলিশ কোয়ার্টারে। তার বাবা পুলিশের কম্পিউটার শাখার ইনচার্জ। সেই সুবাদে সবাই তাকে খুব ভালোবাসে। আজ একেবারে সেনাবাহিনীর পোষাক পরে সরকারি স্কুলের খেলার মাঠে এসে হাজির

Advertisement

হয় আরিফ। পরে পুলিশের আয়োজকরাই তাকে দিয়ে প্যারেড পরিদর্শন করান। এর পরে তাকে দিয়েই অভিবাদন গ্রহণ করানো হয়। এমনকি এর পরে পতাকাও উত্তোলন করে আরিফ। এ ছাড়া, অন্যান্য বছরের ন্যায় এবারও করিমগঞ্জে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রদের দিয়ে ব্যান্ড বাজানো হবে। যার অনুশীলন অন্তিম লগ্নে এসে পৌঁছেছে।

ব্যান্ডে থাকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র জানায়, গত ৫ বছর ধরেই প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তারা ব্যান্ড বাজিয়ে আসছে। এবারও কোন ব্যতিক্রম নেই। সরস্বতী বিদ্যানিকেতনটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নিয়ন্ত্রণাধীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন