National News

ট্রেনে ধূমপানের প্রতিবাদ, গর্ভবতী মহিলাকে গলা টিপে খুন সহযাত্রীর!

পুলিশ জানিয়েছে, ছট পুজো উপলক্ষে পরিবারের সঙ্গে বিহারে যাচ্ছিলেন বছর পঁয়তাল্লিশের চিনাত দেবী। তাঁরা পঞ্জাব-জালিয়ানওয়ালা এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৮:১৮
Share:

প্রতীকী ছবি।

ট্রেনের কামরার ভিতরে ধূমপান করছিলেন এক যাত্রী। প্রতিবাদ করেছিলেন এক গর্ভবতী মহিলা। আর তার জেরেই মহিলাকে সকলের সামনেই গলা টিপে খুন করলেন ওই যাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটে পঞ্জাব-জালিয়ানওয়ালা এক্সপ্রেস ট্রেনে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ছট পুজো উপলক্ষে পরিবারের সঙ্গে বিহারে যাচ্ছিলেন বছর পঁয়তাল্লিশের চিনাত দেবী। তাঁরা পঞ্জাব-জালিয়ানওয়ালা এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠেছিলেন। ভিড়ে ঠাসা ছিল সেই কামরা। ট্রেন যখন মাঝপথে সোনু যাদব নামে এক সহযাত্রী কামরার মধ্যেই ধূমপান শুরু করেন। চিনাত দেবী উঠে গিয়ে সোনুকে ধূমপান বন্ধ করতে বলেন। আর তাতেই চটে যান সোনু। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। বিষয়টা সেখানেই শেষ হয়ে যায়নি। সকলের সামনে হঠাত্ই চিনাত দেবীর উপর চড়াও হন সোনু। তাঁকে গলা টিপে ধরেন। জ্ঞান হারিয়ে ফেলেন চিনাত দেবী।

শাহজাহানপুরে ট্রেন পৌঁছলে চিনাত দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ট্রেনের অন্য যাত্রীরা সোনুকে পুলিশের হাতে তুলে দেন।

Advertisement

আরও পড়ুন: রেললাইনে নেমে এয়ার পাইপ ঠিক করছিলেন গার্ড, চলতে শুরু করল ট্রেন, তার পর...

আরও পড়ুন: কমোডে বসতেই খুবলে ধরল যৌনাঙ্গ! কী ছিল ভিতরে?

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement