Droupadi Murmu at Kumbh

কুম্ভে পুণ্যস্নান সারলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সঙ্গী যোগী আদিত্যনাথ

সোমবার সকালে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সে রাজ্যের রাজ্যপাল আনন্দীবেন পটেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২১
Share:

সোমবার সকালে প্রয়াগরাজে কুম্ভস্নান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (বাঁ দিকে)। সঙ্গী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত।

কুম্ভস্নান সারলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সে রাজ্যের রাজ্যপাল আনন্দীবেন পটেল।

Advertisement

কুম্ভমেলায় রাষ্ট্রপতির সফর উপলক্ষে আঁটসাঁট নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। রাষ্ট্রপতি যখন পুণ্যস্থান করছেন, সেই সময় ভাসমান জেটি থেকে পাহারা দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। ভাসমান জেটি থেকে নেমে আসা সিঁড়ি বেয়ে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক অন্তঃসলিলা সরস্বতী নদীর সঙ্গমস্থলে নামেন রাষ্ট্রপতি। নিরাপত্তারক্ষীরা দড়ি দিয়ে স্থানের জায়গাটি ঘিরে দেন। পুণ্যস্নানের পর বড় হনুমান মন্দিরে পুজো দেন দ্রৌপদী।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়-সহ সরকার এবং প্রশাসনের একাধিক উচ্চপদস্থ ব্যক্তি কুম্ভস্নান সেরেছেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে সোমবার সকালে প্রয়াগরাজে যান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবনের তরফে জানা গিয়েছে, সোমবার প্রায় ৮ ঘণ্টা প্রয়াগরাজে থাকবেন রাষ্ট্রপতি। ভার্চুয়াল পদ্ধতিতে পুণ্যার্থীরা কী ভাবে কুম্ভমেলার অভিজ্ঞতা লাভ করছেন, তা ঘুরে দেখবেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement