National news

কোনও ভাবেই জঙ্গি হামলা বরদাস্ত করা হবে না: রণবীর সিংহ

জঙ্গি অনুপ্রবেশ রুখতে বুধবার রাতে নিয়ন্ত্রণরেখার ওপারে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনা। জঙ্গিদের ভারতে ঢুকতে দিয়ে কোনও ভাবেই দেশবাসীর বিপদ ডেকে আনা যাবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২০
Share:

সাংবাদিক সম্মেলনে ভারতীয় সেনার ডিজিএমও রণবীর সিংহ।

জঙ্গি অনুপ্রবেশ রুখতে বুধবার রাতে নিয়ন্ত্রণরেখার ওপারে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনা। জঙ্গিদের ভারতে ঢুকতে দিয়ে কোনও ভাবেই দেশবাসীর বিপদ ডেকে আনা যাবে না। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তা জানিয়ে দিলেন ভারতীয় সেনার ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস) রণবীর সিংহ। সেই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের কিছু মূল অংশ দেখে নিন এক নজরে:

Advertisement

Advertisement

• চলতি বছরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এ দেশে জঙ্গিদের ঢোকার ২০টি চেষ্টা বানচাল করেছে ভারতীয় সেনা।

• নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিদের এ দেশে অনুপ্রবেশের বিষয়টি খুবই চিন্তার বিষয়।

• পুঞ্চ এবং উরিতে মৃত জঙ্গিদের কাছ থেকে পাকিস্তানের বেশ কিছু জিপিএস এবং নানা ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে।

• আটক জঙ্গিদের অনেকেই স্বীকার করে নিয়েছে যে তারা পাকিস্তানেই জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে।

• বিষয়টি উচ্চপদে জানানো হয়।

• এই তথ্য যে কতটা ঠিক তার প্রমাণ হিসাবে মৃত জঙ্গিদের ফিংগার প্রিন্ট এবং ডিএনএ-র নমুনা পাকিস্তানে পাঠাতে পারি।

• গতকাল আমাদের কাছে খবর আসে, নিয়ন্ত্রণরেখার ওপারে লঞ্চপ্যাডে জঙ্গিদের একটি দল জড়ো হয়েছে। ভারতে অনুপ্রবেশই ছিল তাদের উদ্দেশ্য।

• এর পরেই ভারতীয় সেনা সার্জিকাল স্ট্রাইকের সিদ্ধান্ত নেয়।

• পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস-এর সঙ্গে কথা বলেছি বিষয়টা নিয়ে। তাঁকে স্ট্রাইকের কথাও জানিয়েছি।

• জঙ্গিদের কোনও ভাবেই নিয়ন্ত্রণরেখা পার করতে দিয়ে দেশবাসীকে বিপদে ফেলতে পারি না।

• আমরা আশা করব জঙ্গি বিনাশে পাক সেনাও আমাদের সঙ্গে সহযোগিতা করবে।

ডিজিএমও-র সাংবাদিক বৈঠক দেখতে ক্লিক করুন: সৌজন্যে ডিডি নিউজ

রও পড়ুন: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, বিধ্বস্ত জঙ্গিরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন