ফেসবুক দফতরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গত বছর এ দেশের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয়েছিল ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গের। আর এ মাসে নরেন্দ্র মোদী তাঁর মুখোমুখি হতে চলেছেন মার্কিন মুলুকে খাস ফেসবুকের সদর দফতরে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০০
Share:

গত বছর এ দেশের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয়েছিল ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গের। আর এ মাসে নরেন্দ্র মোদী তাঁর মুখোমুখি হতে চলেছেন মার্কিন মুলুকে খাস ফেসবুকের সদর দফতরে। আগামী ২৭ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোয় ফেসবুকের অফিসে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন মোদী।

Advertisement

২৩-২৯ সেপ্টেম্বর আয়ারল্যান্ড ও আমেরিকা সফরে যাচ্ছেন তিনি। এর মধ্যেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আলোচনায় অংশ নেবেন। সিলিকন ভ্যালিতে গুগল-এর সদর দফতরেও যেতে পারেন মোদী। নিজের ফেসবুক পেজে এই খবর জানিয়ে তিনি ভারতীয়দের কাছে সাক্ষাৎ-সংক্রান্ত প্রশ্ন তুলে ধরার আবেদন করেছেন। অন্য দিকে হবু বাবা জুকেরবার্গ: ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি এ মাসের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুক সদর দফতরে আসছেন। সামাজিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য বিভিন্ন সম্প্রদায় কী ভাবে এক সঙ্গে কাজ করতে পারে তা নিয়েই প্রধানমন্ত্রী মোদী আর আমি আলোচনা করব।’’

ভারতে মোদীর সঙ্গে দেখা হওয়ার কথা ভোলেননি জুকেরবার্গ। সেই কথা পোস্টে উল্লেখ করে বলেছেন, ‘‘গত বছর মোদীর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। এ বার দেখা হবে ভেবে সম্মানিত বোধ করছি।’’ মোদীও বলেছেন, ২৭ সেপ্টেম্বর ওই আলোচনার জন্য আগ্রহী আমিও। অনেক কিছু নিয়ে কথা হবে। মোদীর কাছে কী প্রশ্ন রাখা যায়, ফেসবুকে তা নিয়ে জানতে চেয়েছেন জুকেরবার্গ। আলোচনার দিন লাইভ ভিডিও-ও পোস্ট করা হবে জুকেরবার্গ এবং মোদীর প্রোফাইলে। আগে ফেসবুকের সদর দফতরে একই রকম প্রশ্নোত্তর পর্বে পুনর্নির্বাচিত হওয়ার পরে অতিথি হিসেবে আসেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন