জেলরক্ষীর মাথায় হাতুড়ির ঘা মেরে পলাতক দুই বন্দি। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ওয়ার্ডেনকে মাথায় প্রথমে হাতুড়ির ঘা, তার পর তাঁর কোমরে ঝোলানো চাবি এবং মোবাইল নিয়ে জেল থেকে পালান দুই আসামি। তবে ২৪ ঘণ্টারও বেশি মুক্তির স্বাদ পাননি। বিশাখাপত্তনম পুলিশের বিশেষ তদন্তকারী দলের তৎপতায় আবার ধরা পড়ে যান তাঁরা।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার এক সংশোধনাগারে। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার নাক্কা রবি কুমার এবং বেজওয়াদা রামু নামে দুই জেল হেফাজতে থাকা বন্দি সংশোধনাগার থেকে পালিয়ে গিয়েছিলেন। যে সময় ওই দুই বন্দি পালান, তখন জেলের দায়িত্বে ছিলেন ভাসা বীররাজু নামে ওয়ার্ডেন। অতর্কিতে তাঁর মাথায় হাতুড়ি বাড়ি মারেন রবিরা। তৎক্ষণাৎ জ্ঞান হারান বীররাজু। তার পর তাঁর কাছে থাকা জেলের চাবি এবং মোবাইল নিয়ে চম্পট দেন তাঁরা।
ঘটনাটি নজরে আসতেই তৎপর হন জেল কর্তৃপক্ষ। পুরো এলাকায় দুই আসামির নামে লুকআউট নোটিস জারি করা হয়। শুরু হয় তল্লাশি অভিযান। পালানো প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় দুই বন্দিকে আবার গ্রেফতার করে পুলিশ। গোল্লালাপালের জংশনের কাছে আসামিদের ধরা হয়। পুলিশের অনুমান, ট্রেনে চেপে পালানোর ছক কষেছিলেন তাঁরা।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইয়েকা স্বামী নামে এক ব্যক্তির কথা জানতে পারে। ওই ব্যক্তিও জেলবন্দি আসামি। পুলিশ সূত্রে খবর, রবিদের পালানোর নেপথ্যে গোটা ষড়যন্ত্র করেছিলেন ইয়েকা। তাঁর মদতেই জেল থেকে পালান তাঁরা। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, জেলে থাকাকালীন বীররাজুর বিরুদ্ধে আসামিদের ক্ষোভ ছিল। তাই পালানোর সময় তাঁকে আঘাত করে তাঁর মোবাইল নিয়ে পালিয়েছিলেন তাঁরা।