Nirmala Sitharaman

বেসরকারি পুঁজিকে মহাকাশে ঢোকার অনুমতি, মিলবে ইসরোর সাহায্যও

ইসরো-র পরিকাঠামো ব্যবহার করে বহির্বিশ্ব সংক্রান্ত নানা গবেষণায় অংশ নিতে পারবে বেসরকারি সংস্থাগুলি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মে ২০২০ ১৯:৪৪
Share:

মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থাগুলিকে ছাড়পত্র নির্মলার।

বেসরকারি সংস্থাগুলির জন্যও মহাকাশ গবেষণার দরজা খুলে দিল কেন্দ্রীয় সরকার। এ বার থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পরিকাঠামো ব্যবহার করে বহির্বিশ্ব সংক্রান্ত নানা গবেষণায় অংশ নিতে পারবে তারা। মহাকাশে কৃত্রিম উপগ্রহ বা রকেট পাঠানোর ক্ষেত্রেও ইসরো-র পরিকাঠামো ব্যবহার করতে পারবে তারা। শনিবার চতুর্থ দফায় করোনা খাতে বরাদ্দ ঘোষণা করতে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Advertisement

করোনা সঙ্কট কাটিয়ে উঠতে সম্প্রতি ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন চতুর্থ দফায় বিভিন্ন ক্ষেত্রে সেই প্যাকেজের বরাদ্দ ঘোষণার সময়েই বেসরকারি সংস্থাগুলিকে মহাকাশ গবেষণায় সুযোগ করে দেওয়ার কথা ঘোষণা করেন নির্মলা সীতারামন। তিনি বলেন, ‘‘আগামী দিনে মহাকাশ গবেষণা এবং অভিযানে বেসরকারি সংস্থাগুলিও অংশগ্রহণ করতে পারবে।’’

সীতারামন আরও বলেন, ‘‘ইসরোর মতো অসাধারণ একটি প্রতিষ্ঠান ভারতে রয়েছে। তবে এই মুহূর্তে বেসরকারি সংস্থাগুলি উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসছে, যার ফলে মহাকাশ গবেষণায় নতুন নতুন দিক খুলে যাচ্ছে। মহাকাশ গবেষণায় ভারত যাতে আরও এগিয়ে যেতে পারে, তাই ওই সমস্ত বেসরকারি সংস্থাগুলিকে ইসরোর পরিকাঠামো ব্যবহার করার সুযোগ দেব আমরা।’’

Advertisement

আরও পড়ুন: বিনিয়োগবন্ধু রাজ্যের তালিকা তৈরি হচ্ছে: নির্মলা​

আরও পড়ুন: ভয়াবহ বিপর্যয় ঠেকাতে ঋণ নয়, গরিবদের টাকা দিন: মোদীকে রাহুল​

ভারতের হাতে যথেষ্ট ভৌগোলিক তথ্য থাকা সত্ত্বেও, সেচকাজ, খরা কবলিত এলাকার উন্নয়ন এবং ভূগর্ভস্থ জল নিয়ে কাজ করার সময় বিদেশ থেকে আসা তথ্যের উপর নির্ভর করতে হয় স্টার্টআপগুলিকে। যথেষ্ট সতর্কতা অবলম্বন করে তাঁদের হাতে এই সমস্ত তথ্য কী ভাবে তুলে দেওয়া যায়, তা নিয়েও ভাবনা চিন্তা চলছে বলে জানান সীতারামন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন