Covid 19

খোলা বাজারে বিক্রির জন্য মার্চ মাসে আসতে পারে করোনা টিকা, জানালেন সিরাম সিইও

টিকার বিশ্বাসযোগ্যতাকে জনমানসে আরও প্রতিষ্ঠা দেওয়ার জন্য আদর পুনাওয়ালা নিজে দ্রুত করোনার টিকা নেবেন বলে জানিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ১৩:০৫
Share:

টিকার বিশ্বাসযোগ্যতাকে জনমানসে আরও প্রতিষ্ঠা দেওয়ার জন্য আদর পুনাওয়ালা নিজে দ্রুত করোনার টিকা নেবেন বলে জানিয়েছেন। ফাইল: ছবি

সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, মার্চ মাসে বেসরকারি হাসপাতাল ও সংস্থার হাতে এসে পৌঁছতে পারে করোনার টিকা। করোনা টিকা দেওয়া শুরু হওয়ার পর ৫-৬ কোটি কোভিশিল্ডসরকারের নির্দেশিকা মতো দেওয়া হবে। তারপর মার্চ মাসে বেসরকারি সংস্থা ও হাসপাতালের হাতে পৌঁছে দেওয়া হতে পারে টিকা, খবর এমনই। ফলে মনে করা হচ্ছে, সাধারণ মানুষ, যাঁরা সরকারি নির্দেশিকা মতো প্রথম পর্যায়ে টিকা নেওয়ার তালিকায় পড়েন না, তাঁরা ওই সময় টিকা পেতে পারেন।

Advertisement

কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই সিরাম ইনস্টিটিউটকে ইতিমধ্যে অক্সফোর্ডের টিকা নিয়ন্ত্রিত ও জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে। সেই কারণে সংস্থা প্রথমেই টিকা বেসরকারি সংস্থার হাতে পৌঁছে দিতে পারবে না। পাশাপাশি, বিদেশে রফতানিও করা যাবে না। প্রাথমিক ভাবে শুধু সরকারের কাছেই টিকা পৌঁছে দিতে হবে সংস্থাকে। তবে টিকার বিশ্বাসযোগ্যতাকে জনমানসে আরও প্রতিষ্ঠা দেওয়ার জন্য আদর পুনাওয়ালা নিজে দ্রুত করোনার টিকা নেবেন বলে জানিয়েছেন।

সরকার ইতিমধ্যেই সিরাম ইনস্টিটিউটকে জানিয়েছে, মাসে ৫ থেকে ৬ কোটি করোনার ডোজ প্রয়োজন হবে কেন্দ্রীয় সরকারের। সরকারের কাছে টিকা পিছু দাম ২০০ টাকা হলেও বাজারে টিকা প্রতি খরচ করতে হবে ১ হাজার টাকা।

Advertisement

এখনও সরকারের কাছ থেকে টিকার বিষয়ে চূড়ান্ত চিঠি পায়নি সিরাম ইনস্টিটিউট। সেটা পাওয়ার পর সরকারের নির্দেশ মতো প্রথমে প্রয়োজনীয় ও জরুরি ক্ষেত্রের জন্য টিকা সরবরাহ করা হবে। তারপর সিরাম এই টিকা বেসরকারি হাসপাতাল ও সংস্থাগুলিকে পৌঁছে দেবে। আদর পুনাওয়ালা জানিয়েছেন, যদি টিকার কার্যকারিতা ৯০ শতাংশ পর্যায়ে নিয়ে যেতে হয়, তাহলে অপেক্ষাকৃত বেশি সময়ের ব্যবধানে টিকা নিতে হবে সাধারণ মানুষকে।

আরও পড়ুন: বারবার ব্যর্থ ক্যাট পরীক্ষায়, চা বিক্রি করে কোটিপতি এই ‘এমবিএ চাওয়ালা’

আরও পড়ুন: কবে থেকে, কী ভাবে টিকা? নিতে পারবেন কারা? নানা প্রশ্নের উত্তর দিল স্বাস্থ্যমন্ত্রক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন