যোগীকে নিশানা প্রিয়ঙ্কার

শাহজহানপুরের ওই তরুণী আইনের ছাত্রীর অভিযোগ, চিন্ময়ানন্দ যৌন নির্যাতন-সহ নানা কুকীর্তিতে অভিযুক্ত।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ০৩:৩৩
Share:

প্রিয়ঙ্কা গাঁধী।

উত্তরপ্রদেশে নারী নিরাপত্তার বেহাল দশা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তরপ্রদেশের বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে নিখোঁজ হয়ে যাওয়া তরুণীর হদিস মেলেনি এখনও। তার মধ্যে পুলিশি নিষ্ক্রিয়তার একের পর এক অভিযোগ ওঠায় আজ প্রিয়ঙ্কাটুইট করেন, ‘‘উত্তরপ্রদেশের বিজেপি সরকার একটা দিনের জন্যও মেয়েদের নিরাপত্তার আশ্বাস দিতে পারে না। কোনও কিছু ঘটলে সুবিচার মিলবে— সেই ভরসাও জোগাতে পারে না।’’

Advertisement

শাহজহানপুরের ওই তরুণী আইনের ছাত্রীর অভিযোগ, চিন্ময়ানন্দ যৌন নির্যাতন-সহ নানা কুকীর্তিতে অভিযুক্ত। এ সংক্রান্ত খুঁটিনাটি জেনে ফেলায় বেশ কিছু দিন ধরে তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়া হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা দিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাহায্য চান তরুণী। তার পর থেকেই তিনি নিখোঁজ। আজ প্রিয়ঙ্কা টুইটারে লেখেন, ‘‘এই ঘটনায় উন্নাও-কাণ্ডের ছায়া দেখছি। উত্তরপ্রদেশে কোনও বিজেপি নেতার বিরুদ্ধে কোনও মহিলা অভিযোগ জানালে বিচার পাবেন কি না জানা নেই। এমনকি, তখন তাঁর নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ে যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন