Priyank Kharge vs RSS

কর্নাটকে স্কুল, খেলার মাঠ, মন্দিরে আরএসএসের কার্যকলাপ নিষিদ্ধের দাবি জানিয়ে ‘বিতর্কে’ মল্লিকার্জুনের পুত্র, আসরে নামল বিজেপি-ও

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে লেখা প্রিয়ঙ্ক খড়্গের চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পরই শুরু হয় রাজনৈতিক তরজা। ২০০২ সালে বেঙ্গালুরুর নাগাভারায় আরএসএসের একটি অনুষ্ঠানে কংগ্রেস সভাপতির পরিদর্শনের পুরনো ছবি পোস্ট করে প্রিয়ঙ্ককে নিশানা করে কর্নাটক বিজেপি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২০:৫৬
Share:

কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খড়্গে। — ফাইল চিত্র।

সরকারি জায়গায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) কার্যকলাপ নিষিদ্ধ করা হোক! এমনই দাবি জানিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের পুত্র তথা কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খড়্গে। সেই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই কর্নাটকে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মল্লিকার্জুনের একটি পুরনো ছবিকে হাতিয়ার করে আসরে নেমেছে কর্নাটক বিজেপি।

Advertisement

কর্নাটকের গ্রামীণ উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়ঙ্কের অভিযোগ, সরকারি স্কুল, খেলার মাঠ এবং মন্দিরে আরএসএসের শাখা পরিচালনা এবং সমাবেশ শিশু-যুবকদের মনে বিভেদমূলক ধারণা ছড়িয়ে দিচ্ছে। এই বিষয়টি চিঠিতে উল্লেখ করে প্রিয়ঙ্ক কর্নাটকের মুখ্যমন্ত্রীর কাছে এই সব কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধের আবেদন করেন। আরএসএসের কার্যকলাপকে অসাংবিধানিক এবং জাতীয় ঐক্যের চেতনার পরিপন্থী বলেও চিঠিতে উল্লেখ করেন মল্লিকার্জুন-পুত্র।

সিদ্দারামাইয়াকে লেখা প্রিয়ঙ্কের চিঠির বিষয় প্রকাশ্যে আসার পরই কর্নাটকে শুরু হয় রাজনৈতিক তরজা। ২০০২ সালে বেঙ্গালুরুর নাগাভারায় আরএসএসের একটি অনুষ্ঠানে কংগ্রেস সভাপতির পরিদর্শনের পুরনো ছবি পোস্ট করে প্রিয়ঙ্ককে নিশানা করে কর্নাটক বিজেপি। তাদের দাবি, কর্নাটকের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মল্লিকার্জুন সেই সময় আরএসএসের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেছিলেন। শুধু তা-ই নয়, সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছিলেন। সেই আরএসএসের কার্যকলাপ নিষিদ্ধের দাবি কী ভাবে করছেন মল্লিকার্জুন-পুত্র, তা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। যদিও প্রিয়ঙ্কের পাল্টা দাবি, অসত্য প্রচার করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement