বিতর্কিত: সেই ছবি। ইনস্টাগ্রাম
চোপড়া, প্রিয়ঙ্কা চোপড়া। বন্ড গার্ল তো কতই, খোদ জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতে চান প্রাক্তন এই বিশ্বসুন্দরী। তাঁর সেই স্বপ্ন পূরণ হবে কি না জানা নেই, প্রিয়ঙ্কা আপাতত ফেঁসে রইলেন বার্লিন বিতর্কেই।
সামনে প্রধানমন্ত্রী। আর তিনি কিনা বসে রইলেন দিব্যি পায়ের উপর পা তুলে! তা-ও আবার এমন এক পোশাকে, হাঁটুর ঠিক আগেই গিয়ে যা শেষ হয়ে গিয়েছে! ছবিটা গত কালকের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী নিজেই। ব্যস্, তার পর থেকেই শুরু হয়ে যায় হইচই। প্রিয়ঙ্কাকে ‘সহবত’ শেখাতে উঠে পড়ে লাগেন নেটিজেনদের একাংশ। ধারাবাহিক কাজের সুবাদে এই মুহূর্তে দেশি গার্ল-এ বুঁদ হলিউডও। কিন্তু তাঁর এই পোশাক ভারতীয় সংস্কৃতির সঙ্গে খাপ খায় না বলেও মন্তব্য করেন অনেকে। কারও আবার পরামর্শ—‘‘আন্তর্জাতিক তারকা আপনি হতেই পারেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর সামনে কী ভাবে এবং কেমন পোশাকে বসা উচিত, সেটা শেখা উচিত আপনার।’’
সব মিলিয়ে হাজারো সমালোচনার ঝড়। প্রিয়ঙ্কাকে সমর্থন করে পোস্টও বিস্তর। কিছু বলতে নারাজ এমন সংখ্যাও কম নয়। যেমন অমিতাভ বচ্চন বললেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নই, প্রিয়ঙ্কা চোপড়াও নই। আমি কী বলব?’’ কিন্তু এতখানি হেলদোল কেন? প্রিয়ঙ্কার বিকিনি পরা ছবিও তো কম দেখেনি নেট-দুনিয়া! তা হলে? বোঝা গেল, যত আপত্তি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সামনে তাঁর ওই পোশাকে বসা নিয়ে। পায়ের উপর পা তুলে বসার ওই ভঙ্গিমা নিয়ে। কেন না, আজ দেশের প্রায় সব সংবাদমাধ্যমে মোদীর সঙ্গে তাঁকে অস্ট্রেলিয়ার ডিজাইনার জিমারম্যানের তৈরি ওই পোশাকেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: খাটো পোশাকে মোদীর পাশে কেন? ট্রোল্ড প্রিয়ঙ্কা জবাব দিলেন
বছর ৩৪-এর প্রিয়ঙ্কা অবশ্য এ সবে পাত্তা দিচ্ছেন না মোটেই। কেরিয়ারের শুরুটা তিনি করেছিলেন র্যাম্পে হেঁটে। মডেল থেকে সুপার মডেল, খেতাব পান বিশ্বসুন্দরীরও। তার পর কোনও ‘গডফাদার’ ছাড়াই পা রাখেন বলিউডে। এখন অবশ্য হলিউডেও তাঁকে দেখা যায়। এখনও তিনি ওই মুলুকেই। হলিউডি ছবি ‘বেওয়াচ’-এর প্রচারে। শুরু হয়ে গিয়েছে টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র নতুন পর্বের শ্যুটিংও। সেই সূত্রেই বার্লিনে সফররত মোদীর সঙ্গে গত কাল দেখা হয় তাঁর। ঘটনাচক্রে একই হোটেলে ছিলেন দু’জনে। দু’জনের মুখোমুখি বসে থাকার ওই ছবি পোস্ট করে প্রিয়ঙ্কা মোদীকে ধন্যবাদও জানান। চূড়ান্ত ব্যস্ততার মধ্যে তাঁর সঙ্গে দেখা করার জন্য।
সম্প্রতি দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে কটাক্ষ করা হয়েছিল। সে বার কড়া জবাবে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন দীপিকা। প্রিয়ঙ্কা যদিও এ নিয়ে সরাসরি টুঁ শব্দও করেননি। ইনস্টাগ্রামে আজ শুধু একটা ছবি পোস্ট করেছেন। মা মধু চোপড়ার সঙ্গে। মায়ের পোশাক আরও খাটো। আর? রিল লাইফের ‘মেরি কম’ ছবির সঙ্গে ছোট্ট একটা ক্যাপশনও দিয়েছেন — ‘লেগ্স ফর ডেজ’। যাতে চার ঘণ্টায় ১০০১টা লাইক বলছে— এটা আপারকাট-ই।