Shot Dead

জিমে যাওয়ার পথে গুলি করে খুন ব্যবসায়ীকে, দু’টি গাড়িতে চেপে এসেছিল দুষ্কৃতীরা!

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, দু’টি গাড়িতে চেপে দুষ্কৃতীরা আসে। তার পরে রাজকুমারকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশ জানিয়েছে, ১০ রাউন্ড গুলি ছোড়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৮:০৩
Share:

ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিল্লিতে গুলি করে ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিমে যাচ্ছিলেন রাজকুমার দালাল নামে ওই ব্যক্তি। সে সময় তাঁকে গুলি করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজকুমারের বয়স ৫২ বছর। জমি ও বাড়ির ব্যবসা রয়েছে তাঁর। দিল্লির পশ্চিম বিহারের বাসিন্দা তিনি। শুক্রবার সকালে নিজের গাড়ি চালিয়ে জিমে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, দু’টি গাড়িতে চেপে দুষ্কৃতীরা আসে। তার পরে রাজকুমারকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশ জানিয়েছে, ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর পরে স্থানীয়েরা রাজকুমারকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং তাদের ফরেন্সিক দল। পুলিশ মনে করছে, ব্যক্তিগত শত্রুতার কারণে খুন করা হয়েছে রাজকুমারকে। কেউ তাঁকে ব্ল্যাকমেল করছিলেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের একাংশ মনে করছেন, খুনের নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বও থাকতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement