হস্টেলে রহস্যমৃত্যু ছাত্রের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
উত্তরপ্রদেশের এক ক্রীড়া কলেজে কবাডি খেলোয়াড়ের রহস্যমৃত্যু। সাইফাইয়ের মেজর ধ্যানচাঁদ ক্রীড়া কলেজের হস্টেলের ঘর থেকেই নবম শ্রেণির ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজীব সিংহ নামে ১৭ বছরের কিশোর ওই কলেজে প্রশিক্ষণ নিচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হস্টেলে রাজীবের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন এক খেলোয়াড়। তখন সেই ঘরে কিশোরকে ঝুলতে দেখে হস্টেল কর্তৃপক্ষকে খবর দেন তিনি। তাঁরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সুপার (গ্রামীণ) সৎপাল সিংহ জানিয়েছেন, মৃতের ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।
কলেজ সূত্রে খবর, রাজীব গোরক্ষপুর জেলার ধারাওয়াল গ্রামের বাসিন্দা। ২০২২ সালে সাইফাইয়ের ওই ক্রীড়া কলেজে ভর্তি হয়েছিল রাজীব। সেই থেকে হস্টেলে থাকত সে। প্রশিক্ষকেরা জানিয়েছেন, খুবই পরিশ্রমী ছিল সে। তার স্বভাবও ছিল শান্ত। শুক্রবার ভোর ৫টার সময় প্রশিক্ষণ নিতে গিয়েছিল সে। তার পরে কী ভাবে এই কাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। রাজীব আত্মহত্যা করেছে, না কি নেপথ্যে অন্য কোনও রহস্য, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।