উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কর্মচারীদের পর এ বার বকেয়া বেতনের দাবিতে হাফলং নগর সমিতির সাফাইকর্মীরা ধর্মঘটে বসলেন। ১ এপ্রিল থেকে তাঁরা ৯ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করেছেন। সাফাইকর্মীদের দাবি, বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস না দিওয়া হলে আন্দোলন চলবে। তিন দিন ধরে সাফাইকর্মীদের ধর্মঘটের জেরে হাফলং শহরের বিভিন্ন জায়গায় জঞ্জালের স্তূপ জমা হয়েছে।