Protests

কোর্স বাতিলে উল্লাস নৃত্য হিন্দুত্ববাদীদের

মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সের ৫০টি আসনের মধ্যে ৪২ জনই মুসলিম সম্প্রদায় থেকে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে বিতর্ক তৈরি হলে ন্যাশনাল মেডিক্যাল কমিশন কোর্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:১৮
Share:

ছবি: পিটিআই।

জম্মু-কাশ্মীরের কাটরায় শ্রী বৈষ্ণোদেবী মেডিক্যাল কলেজের কোর্স বাতিলের সিদ্ধান্তকে নাচগান করে, ড্রাম বাজিয়ে স্বাগত জানাল হিন্দুত্ববাদী সংগঠনগুলি। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

ওই মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সের ৫০টি আসনের মধ্যে ৪২ জনই মুসলিম সম্প্রদায় থেকে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে বিতর্ক তৈরি হলে ন্যাশনাল মেডিক্যাল কমিশন কোর্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। গত বুধবার পড়ুয়াদের বাড়ি ফিরে যেতেও বলা হয়। এর পরেই আজ উৎসবের পরিবেশে নাচ-গান-বাজনার মাধ্যমে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি। শ্রী মাতা বৈষ্ণোদেবী সংঘর্ষ সমিতির সভাপতি সুখবীর সিংহ মানকোটিয়াকে মালা পরিয়ে, তাঁকে ঘিরে উল্লাস নৃত্য করেন হিন্দুত্ববাদীরা। আরএসএস তথা বিজেপির ঘনিষ্ঠ প্রায় ষাটটি সংগঠন এতে অংশ নেয়। সংবাদমাধ্যমের দাবি, ২ জানুয়ারি ন্যাশনাল মেডিক্যাল কমিশন মাত্র ১৫ মিনিটের নোটিস দিয়ে ওই কলেজ পরিদর্শন করে ও ৬ জানুয়ারি কোর্সের অনুমতি বাতিল করে দেয়। পরিকাঠামোর অভাব, চিকিৎসার সরঞ্জাম ও শিক্ষকের অপ্রতুলতাকে কারণ দেখানো হয়। কমিশন জানিয়েছে, ওই কলেজের পড়ুয়ারা নিটের ফল অনুযায়ী রাজ্যের অন্যত্র মেডিক্যাল কলেজগুলিতে সুযোগ পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন