এক ধাক্কায় ৮৬ টাকা বাড়ায় গ্রাহকদের ফের গ্যাসে ভর্তুকি চাওয়ার আশঙ্কা

নরেন্দ্র মোদীর আবেদনে এক কোটিরও বেশি মানুষ রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়েছেন। এ বার সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৮৬ টাকা বাড়ায় তাঁদের অনেকে ফের ভর্তুকি চাইবেন বলে আশঙ্কা পেট্রোলিয়াম মন্ত্রকের।

Advertisement

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০৩:২৮
Share:

নরেন্দ্র মোদীর আবেদনে এক কোটিরও বেশি মানুষ রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়েছেন। এ বার সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৮৬ টাকা বাড়ায় তাঁদের অনেকে ফের ভর্তুকি চাইবেন বলে আশঙ্কা পেট্রোলিয়াম মন্ত্রকের।

Advertisement

বুধবার রাতে ভর্তুকি ছাড়া গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৮৬ টাকা বেড়েছে। একলাফে এতখানি দাম বৃদ্ধি আগে কখনও হয়নি। ফেব্রুয়ারিতে সিলিন্ডারের দাম ৬৬ টাকা বেড়েছিল। গত বছর সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম ধাপে ধাপে ২৭১ টাকা বেড়েছে। উত্তরপ্রদেশের ভোটে একে হাতিয়ার করে আজ মাঠে নেমেছেন অখিলেশ যাদব-অহমেদ পটেলের মতো সপা-কংগ্রেসের নেতারা। তাঁদের অভিযোগ, মোদী-অমিত শাহ উত্তরপ্রদেশে গিয়ে আমজনতার মন ভোলানো কথা বলছেন। অথচ চুপি চুপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে মানুষের উপর বোঝা বাড়াচ্ছেন। তেল সংস্থাগুলির অবশ্য যুক্তি বিশ্ব বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই দামা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: দিল্লির জল, দুধ বন্ধ করার হুমকি

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement