Punjab Beggar

ভিক্ষার টাকায় ভিক্ষুকদের কম্বল কিনে দিচ্ছেন রাজু! ফুটপাথবাসী, আশ্রয়হীনদের ৫০০ কম্বল বিতরণ পঞ্জাবের ভিক্ষুকের

রাজু জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫০০ কম্বল বিতরণ করেছেন তিনি। তাঁর এই কাজকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। তবে সমাজসেবার কাজে অনেক দিন ধরেই যুক্ত রাজু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬
Share:

কম্বল বিতরণ করছেন রাজু। ছবি: সংগৃহীত।

তিনি নিজে ভিক্ষা করেন। সারা দিনে যা হয়, তা-ই দিয়েই কোনও রকমে খেয়েপরে বেঁচে রয়েছেন। কিন্তু সেই ভিক্ষুকই এখন অন্য ভিক্ষুক, ফুটপাথবাসী এবং আশ্রয়হীনদের ত্রাতা হয়ে উঠেছেন।

Advertisement

নাম রাজু। তিনি পঞ্জাবের পঠানকোটের বাসিন্দা। পথে পথে ভিক্ষা করে দিন গুজরান হয় তাঁর। কোনও দিন ভিক্ষা করে ১০ টাকা পান। কোনও দিন তার বেশি। সারা দিনে যে টাকা ভিক্ষা করে পান, তার থেকে কিছু টাকা সরিয়ে রাখতেন তিনি। জমানো সেই টাকা দিয়েই পঠানকোটের অন্য ভিক্ষুকদের কম্বল কিনে দিচ্ছেন রাজু। উত্তর ভারতে শৈত্যপ্রবাহ চলছে। পঞ্জাবেও ভয়ানক ঠান্ডা। আর শীতের মধ্যে খোলা আকাশের নীচে অনেক ভিক্ষুকেরই রাত কাটে। এ বার তাঁদের পাশে দাঁড়ালেন রাজু। নিজে ভিক্ষা করে যে টাকা পান, সেই টাকা দিয়ে ভিক্ষুক, ফুটপাথবাসী এবং আশ্রয়হীনদের কম্বল কিনে দেওয়ার সিদ্ধান্ত নেন।

রাজু জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫০০ কম্বল বিতরণ করেছেন তিনি। তাঁর এই কাজকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। তবে সমাজসেবার কাজে অনেক দিন ধরেই যুক্ত রাজু। নিজের ভিক্ষার টাকা দিয়ে পথশিশুদেরও সাহায্য করেন তিনি। কোভিডের সময়েও রাজুর কাজ প্রশংসিত হয়েছিল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে রাজুর মহৎ কাজের কথা উল্লেখ করে দেশবাসীর কাছে তাঁকে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরেন। সংবাদমাধ্যমকে রাজু বলেন, ‘‘ঈশ্বরের কৃপায় আমি এই কাজ করতে পারছি। আগামী দিনেও আমার মতো দুঃস্থ মানুষদের জন্য কাজ করে যাব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement