Death

অনলাইনে অর্ডার করা হয়েছিল জন্মদিনের কেক, খেয়ে মৃত্যু ১০ বছরের কিশোরীর

কিশোরীর নাম মানবী। জন্মদিনে তার কেক কাটার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ২৪ মার্চ জন্মদিন ছিল মানবীর। সে দিন সন্ধ্যা ৭টার সময় কেক কেটেছিল সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ২২:৩৮
Share:

মানবী। —ফাইল চিত্র।

অনলাইনে তার জন্মদিনের কেক অর্ডার করা হয়েছিল। সেই কেক খেয়ে মৃত্যু হল ১০ বছরের মেয়ের। মনে করা হচ্ছে, খাবারের বিষক্রিয়া থেকে মৃত্যু হয়েছে কিশোরীর। তার দাদু জানিয়েছেন, ওই কেক খেয়ে পরিবারের সকলেই অসুস্থ হয়ে পড়েছিলেন। পটিয়ালার একটি বেকারি থেকে অর্ডার করা হয়েছিল কেকটি।

Advertisement

কিশোরীর নাম মানবী। জন্মদিনে তার কেক কাটার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ২৪ মার্চ জন্মদিন ছিল মানবীর। সে দিন সন্ধ্যা ৭টার সময় কেক কেটেছিল সে। তার দাদু হরবন লাল জানিয়েছেন, রাত ১০টা নাগাদ সকলে অসুস্থ হয়ে পড়েন। তিনি জানিয়েছেন, মানবী এবং তার বোন বমি করতে শুরু করে। গলা শুকিয়ে যায় তাদের। জল চেয়ে খায়। তার পর মানবী ঘুমোতে চলে যায়।

পরের দিন সকালে তার অবস্থার অবনতি হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন দেওয়া হয় মানবীকে। শারীরিক পরীক্ষানিরীক্ষাও করা হয়। কিছু ক্ষণ পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। কেকের দোকানের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেকের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement