Pakistani Spy Link

হাফিজ় সইদ ‘ঘনিষ্ঠ’ খলিস্তানপন্থী নেতার সঙ্গে যোগাযোগ! পাকিস্তানি গুপ্তচর যোগে গ্রেফতার আরও এক

পাকিস্তানি গুপ্তচর সংস্থাকে তথ্যপাচারের অভিযোগে পঞ্জাবের এক বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ। পাকিস্তানের খলিস্তানপন্থী নেতা গোপাল সিংহ চাওয়ার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। ওই খলিস্তানপন্থী নেতা আবার হাফিজ় সইদের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১১:৫৯
Share:

পাক গুপ্তচর যোগের অভিযোগে গ্রেফতার পঞ্জাবের বাসিন্দা। ধৃতের সঙ্গে জঙ্গিনেতা হাফিজ সইদের এক ‘ঘনিষ্ঠে’র যোগাযোগ ছিল বলে অভিযোগ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে আরও এক জনকে গ্রেফতার করা হল পঞ্জাবে। ধৃত গগনদীপ সিংহ ওরফে গগন পঞ্জাবের তরন তারন জেলার বাসিন্দা। অভিযোগ পাকিস্তানের এক খলিস্তানপন্থী নেতা গোপাল সিংহ চাওলার সঙ্গে যোগাযোগ ছিল গগনের। ওই খলিস্তানপন্থী নেতা পাকিস্তানি জঙ্গি হাফিজ় সইদের ‘ঘনিষ্ঠ’ বলে দাবি করা হয়। ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত সংবেদনশীল তথ্য ধৃত ব্যক্তি পাকিস্তানে পাচার করতেন বলে অভিযোগ।

Advertisement

পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানান, মঙ্গলবার এক যৌথ অভিযানে ওই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গত পাঁচ বছর ধরে পাকিস্তানের খলিস্তানপন্থী নেতা গোপালের সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল। গোপালের মাধ্যমেই পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে গগনের পরিচয় হয়েছিল বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। ডিজি জানান, পাকিস্তানি এজেন্টদের থেকে গগন টাকাও পেয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

খলিস্তানপন্থী ওই নেতার নাম এর আগেও বিভিন্ন সময়ে ভারতবিরোধী ষড়যন্ত্রে উঠে এসেছে। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়েও তিনি কাজ করেন বলে সন্দেহ গোয়েন্দাদের। বিশেষ করে ভারত থেকে যে শিখ জাঠাগুলি ধর্মীয় কর্মসূচির জন্য পাকিস্তানে যেত, সেই জাঠাগুলির মধ্যে থেকে ‘দুর্বল শিকার’ বেছে নেওয়ার কাজ করতেন তিনি। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ় সইদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা রয়েছে বলে সন্দেহ করা হয়। জঙ্গি নেতা হাফিজ়ের সঙ্গে তাঁর একটি ছবিও প্রকাশ্যে আসে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

ধৃত গগনের মোবাইল ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ওই মোবাইল থেকেই পাকিস্তানি এজেন্টদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। এ ছাড়া আইএসআই-এর অন্তত ২০ জনের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বস্তুত, এর আগে ২০১৯ সালেও গোপালের সঙ্গে যোগাযোগ থাকা এক ব্যক্তিকে জলন্ধর থেকে গ্রেফতার করা হয়েছিল। তিনিও আইএসআইকে তথ্য পাচার করতেন বলে অভিযোগ উঠেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement