India Pakistan Conflict

দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের আধিকারিকের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’! পঞ্জাবে গ্রেফতার দুই অভিযুক্ত

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ফের দু’জন গ্রেফতার হলেন প়ঞ্জাবে। দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের এক আধিকারিকের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল বলে খবর। ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৬:৩৬
Share:

চরবৃত্তির অভিযোগে গ্রেফতার দুই। — প্রতীকী চিত্র।

দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের এক আধিকারিকের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ভারতের বেশ কিছু সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে ওই দু’জনের বিরুদ্ধে। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত তথ্য ফাঁস করার অভিযোগে তাঁদের পাকড়াও করেছে পঞ্জাব পুলিশ।

Advertisement

রবিবার পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করে আরও এক অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। দু’জনকে হেফাজতে নিয়ে জেরা করে পুলিশ এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, অর্থের বিনিময়ে ভারতের সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতেন ধৃতেরা। আর্থিক লেনদেন চলত মূলত অনলাইন মাধ্যমে। ধৃতদের থেকে দু’টি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।

পঞ্জাব পুলিশের ডিজি জানিয়েছেন, সীমান্তপারের গুপ্তচরবৃত্তি চক্রের বিরুদ্ধে এই অভিযান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে জাতীয় নিরাপত্তার বিষয়টি আরও দৃঢ় হবে বলে মনে করছেন তিনি। পরবর্তী সময়ে নিয়ম মেনে বিশদ তদন্ত হবে বলেও জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডিজি।

Advertisement

ভারত-পাক সাম্প্রতিক উত্তেজনার আবহে গত সপ্তাহেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে আরও দু’জন গ্রেফতার হন পঞ্জাবে। ওই দুই ব্যক্তিও পাকিস্তানে ভারতীয় সেনার তথ্য পাচার করছিলেন বলে অভিযোগ। সেই খবর পেয়েই অমৃতসর গ্রামীণ পুলিশ পাসক মসীহ এবং সুরজ মসীহ নামে দু’জনকে গ্রেফতার করে। ওই ঘটনার পরে এ বার পঞ্জাব পুলিশের হাতে আরও দুই অভিযুক্ত ধরা পড়ল গুপ্তচরবৃত্তির অভিযোগে। পাক গুপ্তচর সংস্থাকে তথ্যপাচারের অভিযোগে সম্প্রতি রাজস্থান থেকেও এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement