ধাওয়া করছে শিবসেনা, জোরদার হল আমিরের নিরাপত্তা

অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার পর থেকেই আমির খানকে নিয়ে দেশজুড়ে ঝড় উঠেছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে। প্রতিবাদ শুধু মৌখিক বিতর্কেই থেমে নেই। শিবসেনার মতো কিছু সংগঠন বিক্ষোভ দেখানোর চেষ্টায় লেগেই রয়েছে। তবে আঁটোসাটো নিরাপত্তায় তাঁকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৫ ১৩:৫৮
Share:

হোটেলের বাইরে পোস্টার পোড়াচ্ছে শিবসেনা। ছবি: টুইটার।

অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার পর থেকেই আমির খানকে নিয়ে দেশজুড়ে ঝড় উঠেছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে। প্রতিবাদ শুধু মৌখিক বিতর্কেই থেমে নেই। শিবসেনার মতো কিছু সংগঠন বিক্ষোভ দেখানোর চেষ্টায় লেগেই রয়েছে। এ দিনও তেমন ঘটনা ঘটল। তবে আঁটোসাটো নিরাপত্তায় তাঁকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে।

Advertisement

বুধবার তিনি লুধিয়ানার একটি গ্রামে যান তাঁর ফিল্ম ‘দঙ্গল’-র শুটিংয়ের জন্য। তাঁর হোটেলের বাইরে শিবসেনা বিক্ষোভ দেখায়। পোড়ানো হয় তাঁর পোস্টার। তবে যাতে কোনও বিরোধ বা প্রতিবাদের মুখে পড়ে তাঁকে শুটিং স্পট ছাড়তে না হয় তাই আগে থেকেই আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছিল পঞ্জাব পুলিশ।

লুধিয়ানা পুলিশের এক কর্তা জানান, তাঁর শুটিং স্পটেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হোটেলের বাইরেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর পড়ুন:

দেশ ছাড়ার প্রশ্নই নেই, তবে যা বলেছি এখনও তাই বলব, বললেন আমির

দিলীপ কুমার, শাহরুখ, আমিরদের এ বার ‘সাপ’ বললেন মহারাষ্ট্রের মন্ত্রী

...জন্মেছি এই দেশে

আমিরি বচনে বিতর্কের বান, জলঘোলা দেশত্যাগ নিয়েই

আমির খানের পূর্ণ বিবৃতি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন