গ্যাসে রাজ্যের ভর্তুকি উঠল অসমে

ক্ষমতায় এসেই রাজ্য অর্থনীতিতে তেতো ওষুধ প্রয়োগ করলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ঘরোয়া এলপিজি সিলিন্ডারে ১৪ টাকা করে ‘রাজ্যের ভর্তুকি’ দিত পূর্বতন তরুণ গগৈ সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ০৩:৪৭
Share:

ক্ষমতায় এসেই রাজ্য অর্থনীতিতে তেতো ওষুধ প্রয়োগ করলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ঘরোয়া এলপিজি সিলিন্ডারে ১৪ টাকা করে ‘রাজ্যের ভর্তুকি’ দিত পূর্বতন তরুণ গগৈ সরকার। আজ তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অন্য দিকে, পেট্রোল ও ডিজেলের দামের ক্ষেত্রেও কর বাড়িয়েছে রাজ্য সরকার। এর ফলে অসমে পেট্রোলের দাম লিটার-পিছু ৭৬ পয়সা এবং ডিজেলের দাম লিটার-পিছু ১ টাকা ৭৬ পয়সা বেড়েছে। এ ছাড়া প্লাস্টিক, বাঁশ, বেত, রবার, কাগজ ও তা থেকে তৈরি সামগ্রী, ওষুধ, সুতো, রান্নার সামগ্রী-সহ ১২৭টি দৈনন্দিন সামগ্রীর উপরেও ভ্যাট বাড়িয়ে ৫ থেকে ৬ শতাংশ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement