প্রশ্ন আফগান সীমান্ত নিয়ে, জবাবে খোঁচা অমিতের

কংগ্রেসের অধীর চৌধুরী আজ প্রশ্ন তোলেন, প্রতিবেশীদের মধ্যে শুধু তিনটি দেশ কেন? মায়ানমার, চিন ও নেপালের সংখ্যালঘুদের কেন শরণার্থীর মর্যাদা দেওয়া হবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ০৩:০৫
Share:

অমিত শাহ।

সংসদের গত অধিবেশনে বাতিল হয়েছে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ। আর আজ লোকসভায় যে নাগরিকত্ব সংশোধনী বিলটি আনা হয়েছে, তার নম্বর হল ৩৭০। সেই সূত্র ধরেই বিরোধীদের তোলা ধর্মীয় বিভাজনের রাজনীতির সঙ্গে জাতীয়তাবাদকেও উস্কে দিতে ছাড়লেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

কংগ্রেসের অধীর চৌধুরী আজ প্রশ্ন তোলেন, প্রতিবেশীদের মধ্যে শুধু তিনটি দেশ কেন? মায়ানমার, চিন ও নেপালের সংখ্যালঘুদের কেন শরণার্থীর মর্যাদা দেওয়া হবে না। অমিতের জবাব, ‘‘আমি এই দেশেরই। ভূগোলটা ভালই জানি।’’ অমিত আফগানিস্তানকে প্রতিবেশী বলায় সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব প্রশ্ন তোলেন, আফগানিস্তান কী ভাবে প্রতিবেশী দেশ হয়? বলটা লুফে নেন অমিত। বলেন, ‘‘অখিলেশজি এত সহজে বুঝতে পারবেন না। ভারতের সঙ্গে আফিগানিস্তানের ১০৬ কিলোমিটার সীমান্ত রয়েছে।’’

এতেও না-দমে ফের একই প্রশ্ন করেন অখিলেশ। তাঁকে সমর্থন করেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিতের কটাক্ষ, ‘‘পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। বিরোধীরা কি পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ বলে মানেন না?’’

Advertisement

অমিতের প্রশ্নে চুপ বিরোধীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন