কোর্টের রায়ে গ্রেফতারি এড়িয়ে আপাতত স্বস্তিতে রাধে মা

আপাতত দু’সপ্তাহের জন্য গ্রেফতারি এড়াতে পারলেন বিতর্কের শীর্ষে থাকা রাধে মা। তবে পুলিশের কাছে গিয়ে হাজিরা তাঁকে দিতেই হচ্ছে। যার ফলে তামাম ভক্তকুলের কাছে তাঁর ভাবমূর্তি এই মুহূর্তে তলানির পর্যায়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ১৮:৩১
Share:

ছবি: পিটিআই।

আপাতত দু’সপ্তাহের জন্য গ্রেফতারি এড়াতে পারলেন বিতর্কের শীর্ষে থাকা রাধে মা। তবে পুলিশের কাছে গিয়ে হাজিরা তাঁকে দিতেই হচ্ছে। যার ফলে তামাম ভক্তকুলের কাছে তাঁর ভাবমূর্তি এই মুহূর্তে তলানির পর্যায়ে।

Advertisement

সম্প্রতি তাঁর কারণেই চার কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ দায়ের হয় মুম্বইয়ের কান্দিভিলি থানায়। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। ‘পবিত্র’, ‘পুণ্যাত্মা’ এবং একাধারে সানি ভক্ত রাধে মা আদালতের এই রায়ের পর মুম্বইয়ের কান্দিভিলি থানায় গিয়ে হাজিরা দেন। রাধে মা থানায় আসবেন এই খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তেরা ভিড় জমাতে শুরু করেন থানার বাইরে। কারও চোখে জল, কেউ বা চোখ বুজে প্রার্থনা করছিলেন। প্রত্যেকেরই মাথায় বাঁধা রাধে মা নামাঙ্কিত লাল ফিতে। খানিক দেরিতেই পৌঁছলেন রাধে মা। নিজের চির পরিচিত লাল পোশাকে সাদা এসইউভি থেকে নেমে থানায় প্রবেশ করলেন তিনি। হাতে ছিল ‘বেবি’ ত্রিশূলটিও।

কোর্টের দেওয়া সময়সীমার পেরোলে আদৌ কী গ্রেফতার হবেন তিনি?

Advertisement

পুলিশের দাবি অবশ্য ভিন্ন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হলেও, তার কোনওটিই শক্তপোক্ত নয়। সে কারণে দু’সপ্তাহ পরেও তাঁকে গ্রেফতারের সম্ভাবনাও তেমন নেই বলে জানিয়েছে পুলিশ।

ব্যক্তিজীবনে রাধে মা-র আসল নাম অবশ্য সুখবিন্দর কৌর। তিন সন্তানের মা বছর পঞ্চাশের এই লাস্যময়ী ধর্মগুরু। হাজার সমালোচনার তির তাঁকে বিদ্ধ করলেও তাঁর সমর্থনে এখনও গলা ফাটাচ্ছেন তাঁর ভক্তেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement