Ragging at Doon Medical College

উত্তরাখণ্ডের দুন মেডিক্যাল কলেজে র‌্যাগিং! প্রথম বর্ষের পড়ুয়াকে মারধরের পর চুল কেটে নেওয়ার অভিযোগ

২০২৫ ব্যাচের এক পড়ুয়া অভিযোগ তুলেছেন, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের কয়েক জন পড়ুয়া তাঁকে নানা ভাবে হেনস্থা করেন। শুধু হেনস্থা করাই নয়, বেল্ট এবং জুতো দিয়েও তাঁকে মারধর করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:১০
Share:

প্রতীকী ছবি।

উত্তরাখণ্ডের দুন মেডিক্যাল কলেজে র‌্যাগিংয়ের অভিযোগ উঠল। প্রথম বর্ষের এক পড়ুয়াকে মারধরের পর চুল কেটে নেওয়া হল। বিষয়টি প্রকাশ্যে আসে ১৩ জানুয়ারি। র‌্যাগিংয়ের ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে। তড়িঘড়ি একটি অন্তর্তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

২০২৫ ব্যাচের এক পড়ুয়া অভিযোগ তুলেছেন, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের কয়েক জন পড়ুয়া তাঁকে নানা ভাবে হেনস্থা করেন। শুধু হেনস্থা করাই নয়, বেল্ট এবং জুতো দিয়েও তাঁকে মারধর করা হয়। আক্রান্ত ওই পড়ুয়ার আরও অভিযোগ, প্রথমে মারধর করা হয়, তার পর কলেজের বাইরে নিয়ে গিয়ে জোর করে চুল কেটে নেওয়া হয়। এমনকি সারারাত তাঁকে বাইরে শুতেও বাধ্য করা হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ পেয়েই কলেজ কর্তৃপক্ষ বিষয়টি অ্যান্টি র‌্যাগিং কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই ঘটনায় যাঁরা জড়িত তাঁদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কলেজের অধ্যক্ষ গীতা জৈন বলেন, ‘‘কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। যে সব পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে।’’ অধ্যক্ষ আরও জানিয়েছেন, কলেজে র‌্যাগিংয়ের বিষয়ে ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়ে চলে। এই ঘটনায় রিপোর্ট হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement