রাহুল গাঁধী। ছবি: সংগৃহীত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনীতিকে ‘আদ্যোপান্ত বিভাজনের রাজনীতি’ বলে তাঁর টুইটে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। নাম দিলেন ‘গ্রস ডিভিসিভ পলিটিক্স’ বা ‘জিডিপি’!
চলতি অর্থবর্ষের শেষে জিডিপির হার পড়বে বলে শুক্রবার আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক। তার পরেই শনিবার রাহুলের টুইটে মিলল ‘জিডিপি’র উল্লেখ, একটু অন্য ভাবে। প্রধানমন্ত্রীর রাজনীতিকে কটাক্ষ করে।
এ দিনের টুইটে রাহুল লিখেছেন, ‘‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রতিভা আর প্রধানমন্ত্রী মোদীর আদ্যোপান্ত বিভাজনের রাজনীতির যোগেই ৬টি জিনিস হয়েছে।’’
তাঁর দাবি, প্রথমত গত ১৩ বছরের মধ্যে বিনিয়োগ এ বার হয়েছে সর্বনিম্ন। দুই, গত ৬৩ বছরে এ বারই সবচেয়ে কমেছে ব্যাঙ্ক-ঋণের পরিমাণ। তিন, গত ৮ বছরে নতুন কর্মসংস্থানের সুযোগ এ বারই সৃষ্টি হয়েছে সবচেয়ে কম। চার, কৃষিতে জিভিএ বৃদ্ধির হার কমেছে ১.৭ শতাংশ। পাঁচ, গত ৮ বছরে বাজেট ঘাটতির পরিমাণ এ বারই সর্বাধিক হয়েছে। ছয়, স্থগিত প্রকল্পের সংখ্যাও বেড়েছে।
টুইটে হাল্কা সুরে জেটলিকেও কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ‘প্রতিভা’র উল্লেখ করেছেন সেখানে।
আরও পড়ুন- জিডিপির হার আরও কমবে চলতি অর্থবর্ষে
আরও পড়ুন- মোদীর সংস্কারে কুপোকাত বৃদ্ধি
টুইটে এর আগেও জিএসটি এবং মোদী সরকারের কাজকর্ম নিয়ে কটাক্ষ করেছেন রাহুল। কখনও জিএসটিকে বলেছেন ‘গব্বর সিংহ ট্যাক্স’ (গব্বর সিংহ হিন্দি ফিল্মের অত্যন্ত জনপ্রিয় ভিলেন চরিত্র)! আবার নোটবন্দির পর প্রধানমন্ত্রী মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযানকে কটাক্ষ করে বলেছেন ‘ফেক ইন ইন্ডিয়া’!
ও দিকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও জিডিপি নিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদীকে। বলেছেন, যতই চিনির মোড়কে ঢাকার চেষ্টা হোক, জিডিপির হার পড়ার বাস্তবতাকে ঢাকা যাবে না কিছুতেই।