চোক্সী কাণ্ডে বিদ্ধ জেটলির মেয়েও

দেশ ছেড়ে পালানোর আগে অরুণ জেটলির মেয়ের ল’ফার্মকে আইনি বরাত দিয়েছিলেন মেহুল চোক্সী। রাহুলের প্রশ্ন, সে কারণেই কি চুপ মোদী-জেটলি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০২:১৪
Share:

রাহুল গাঁধী এবং অরুণ জেটলি।

নরেন্দ্র মোদীর ‘মেহুলভাই’-এর সঙ্গে শাসক দলের আর একটি যোগসূত্র খুঁজে পেলেন রাহুল গাঁধী। দেশ ছেড়ে পালানোর আগে অরুণ জেটলির মেয়ের ল’ফার্মকে আইনি বরাত দিয়েছিলেন মেহুল চোক্সী। রাহুলের প্রশ্ন, সে কারণেই কি চুপ মোদী-জেটলি? অন্য আইনি ফার্মে সিবিআই হানা হলেও জেটলির মেয়ের ফার্মে হয়নি কেন?

Advertisement

বিজেপি অবশ্য বলছে, এর মধ্যে দুর্নীতির কিছু নেই। মেহুল চোক্সীদের সুবিধে পাইয়েছেন পি চিদম্বরম। সরকার ব্যবস্থা নেবে তাঁর বিরুদ্ধে। কিন্তু কংগ্রেস নেতাদের দাবি, মেহুল চোক্সী দেশ ছেড়ে পালানোর আগে তাঁর আইনি সমস্যা সামলানোর জন্য জেটলির মেয়ে সোনালি ও জামাই জয়েস বক্সীর ল’ ফার্মকে ফি দিয়ে বরাত দিয়েছিলেন। ‘জেটলি ও বক্সী’ নামে ওই ল’ফার্ম সে কথা অস্বীকারও করেনি। কিন্তু জানিয়েছে, ডিসেম্বরে এই বরাত দেওয়া হয়েছিল মূলত চোক্সীর সম্পত্তির বিবাদ মেটানোর। কিন্তু জানুয়ারিতে যখন দুর্নীতির ঘটনা সামনে আসে, ল’ফার্মটি চুক্তি খারিজ করে দেয়। কংগ্রেসের মতে, এ থেকে অন্তত প্রধানমন্ত্রী ও অরুণ জেটলির সঙ্গে নীরব মোদী-চোক্সীদের সম্পর্কের ফের প্রমাণ পাওয়া গিয়েছে।

‘মামা-ভাগ্নে’র সঙ্গে বিজেপিরই যোগসূত্রের প্রমাণ লাগাতার সামনে আসায় আজ মোড় ঘোরাতে সরকার দাবি করেছে, গোটা দুর্নীতির কান্ডারী প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমই। ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে।

Advertisement

আরও পড়ুন: দেখা হল, তবে কথা হল না দুই সেনাপতির

এর মধ্যে অরবিন্দ কেজরীবাল টুইট করে জানতে চেয়েছেন, জেটলির বিরুদ্ধে এমন অভিযোগের পর অর্থমন্ত্রী কি মানহানির মামলা করবেন রাহুলের বিরুদ্ধে? জেটলির বিরুদ্ধে মুখ খোলায় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল। তবে কংগ্রেসের মতে, যখন বিরোধীদের একজোট হওয়া দরকার, তখনই কেজরী রাহুলকে আরও ক্ষিপ্ত করলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন