Bihar

ভোটার তালিকা: বিহারে পথে নামার নির্দেশ রাহুলের

বিহার দেশের ‘অপরাধের রাজধানী’ হয়ে উঠেছে বলে আজ রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন। গত ১১ দিনে বিহারে ৩১টি খুন হয়েছে, টাকা দিয়ে ‘সুপারি খুন’ বাড়ছে বলে তথ্য তুলে রাহুল বলেন, ‘‘বেকার যুবকদের গুন্ডা এনডিএ রাজত্ব খুনি তৈরি করছে!”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ০৯:২৮
Share:

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

বিহারের কংগ্রেস নেতাদের একই সঙ্গে ভোটার তালিকায় সংশোধন ও রাজ্যে ক্রমবর্ধমান অপরাধ নিয়ে মাঠে নামার নির্দেশ দিলেন রাহুল গান্ধী। আজ দিল্লিতে বিহারের কংগ্রেস নেতাদের সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে ও রাহুল গান্ধী বৈঠক করেন। নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করে যোগ্য ভোটারদের বাদ দিতে চাইছে বলে তৃণমূলস্তর পর্যন্ত প্রচার নিয়ে যাওয়ার নির্দেশদিয়েছেন রাহুল।

বিহার দেশের ‘অপরাধের রাজধানী’ হয়ে উঠেছে বলে আজ রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন। গত ১১ দিনে বিহারে ৩১টি খুন হয়েছে, টাকা দিয়ে ‘সুপারি খুন’ বাড়ছে বলে তথ্য তুলে রাহুল বলেন, ‘‘বেকার যুবকদের গুন্ডা এনডিএ রাজত্ব খুনি তৈরি করছে! মুখ্যমন্ত্রী গদি বাঁচাতে ব্যস্ত। বিজেপির মন্ত্রীরা কমিশন পকেটে পুরছেন।’’ গত সপ্তাহে পূর্ণিয়ায় জনজাতি পরিবারের পাঁচ জনকে ডাইনি সন্দেহে খুনের অভিযোগ নিয়ে রাহুল কংগ্রেসের আদিবাসী শাখার প্রধান বিক্রান্ত ভুরিয়ার সঙ্গে বৈঠক করেছেন। ওই পরিবারের সদস্যদের সঙ্গেও ফোনে কথা বলেন রাহুল। বিহারের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে রাহুল বলেছেন, ভিন্ন মত থাকলেও এক সঙ্গে কাজ করতে হবে। আরজেডি নেতা তেজস্বী যাদবের অপছন্দের তালিকায় থাকলেও নির্দল সাংসদ পাপ্পু যাদবকেও রাহুলের বৈঠকেডাকা হয়েছিল।

কংগ্রেস সূত্রের খবর, রাহুল বৈঠকে বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে বিহারের পরে পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যেও ভোটার তালিকায় কারচুপি হতে পারে। এই গুরুতর বিষয়ে মানুষকে সচেতন করতে বড় মাপের বিক্ষোভ-সহ যা প্রয়োজন, সব কিছু করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন