জোটের আসন ভাগ নিয়ে নমনীয় রাহুল

আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিহারে কংগ্রেসকে তৈরি থাকতে বললেন সভাপতি রাহুল গাঁধী। সূত্রের খবর, বিজেপি-বিরোধী এই লড়াইয়ে যে কোনও ভাবে ‘একের বদলে এক’ নীতিকে সামনে রেখেই চলতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ০৩:৫৩
Share:

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিহারে কংগ্রেসকে তৈরি থাকতে বললেন সভাপতি রাহুল গাঁধী। সূত্রের খবর, বিজেপি-বিরোধী এই লড়াইয়ে যে কোনও ভাবে ‘একের বদলে এক’ নীতিকে সামনে রেখেই চলতে হবে। তার জন্য আসন সমঝোতার ক্ষেত্রে কংগ্রেসকে অত্যন্ত ‘নমনীয়’ মনোভাব নিয়েই চলতে হবে বলে জানিয়ে দেন রাহুল। তাঁর মতে, সংখ্যা যেন বিরোধী জোটের অন্তরায় না হয়।

Advertisement

আজ বিহারের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকের পরে রাজ্যের ভারপ্রাপ্ত এআইসিসি পর্যবেক্ষক শক্তি সিংহ গোহিল বলেন, ‘‘বিজেপি-বিরোধী লড়াই করতে হবে বলে রাহুলজি নির্দেশ দিয়েছেন।’’ রাজ্য কংগ্রেস নেতা কোকব কাদরি বলেন, ‘‘বিহারের সামাজিক সমীকরণের কথা মাথায় রেখে প্রার্থী চূড়ান্ত হবে।’’

এআইসিসির এক সূত্র জানিয়েছেন, লোকসভা ভোটের আগে, বিরোধী জোটের বিন্যাসে নানা পরিবর্তন হবে বলেই মনে করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি মাথায় রেখে, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে: বর্তমান আরজেডি-কংগ্রেস জোট থাকলে বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস ১৫টি আসনেই সন্তুষ্ট থাকবে। কংগ্রেসের এই সূত্রের মতে, পরিস্থিতি দ্রুত পট পরিবর্তন করছে। চেষ্টা চলছে নীতীশকেও এই জোটে ফিরিয়ে আনার। তেমনটা যদি হয় তবে কংগ্রেস ১০ টি আসনই মেনে নেবে। রামবিলাস পাশোয়ানের এলজেপি ও উপেন্দ্র কুশওয়ার এলএসপিকেও এনডিএর বাইরে আনার চেষ্টা চলছে। সে ক্ষেত্রে কংগ্রেস ৮টির বেশি আসন দাবিই করবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement