Rahul Gandhi

Rahul Gandhi: আড়িপাতা রাষ্ট্রদ্রোহ, কেন্দ্রকে তির রাহুলের

পেগাসাস-বিতর্কে উত্তপ্ত রাজধানীর রাজনীতি। আজ সেই উত্তাপ আরও বাড়ালেন ওয়েনাড়ের সাংসদ রাহুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ০৭:০১
Share:

ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশ, দেশের প্রতিষ্ঠান ও গণতন্ত্রের বিরুদ্ধে পেগাসাস স্পাইওয়্যার কাজে লাগিয়েছেন বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তাঁর মতে, মোদী-শাহেরা যা করেছেন তা ‘রাষ্ট্রদ্রোহ’। একইসঙ্গে রাহুলের অভিযোগ, তাঁর সব ফোনেই আড়ি পাতা হয়েছিল।

Advertisement

পেগাসাস-বিতর্কে উত্তপ্ত রাজধানীর রাজনীতি। আজ সেই উত্তাপ আরও বাড়ালেন ওয়েনাড়ের সাংসদ রাহুল। আজ একের পর এক বিষয় তুলে মোদীকে নিশানা করেন তিনি। তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পেগাসাস স্পাইওয়্যারকে অস্ত্র হিসেবে দেশ ও দেশের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবহার করেছেন। একে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে। কর্নাটকে সরকার ফেলতে... যা হয়েছে তাকে এক কথায় রাষ্ট্রদ্রোহ ছাড়া কিছুই বলা যায় না।’’

এই ঘটনায় রাহুল আজ ফের সুপ্রিম কোর্টের নজরদারিতে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে শাহের ইস্তফাও চান। কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার বলেন, ‘‘স্পাইওয়্যার মামলায় সমস্ত স্পষ্ট করে বলে দিয়েছি। তদন্তের প্রশ্ন নেই।’’

Advertisement

পেগাসাস কাজে লাগিয়ে তাঁর ফোনকেও আড়ি পাতার জন্য নিশানা করা হয়েছিল বলে আগেই জানা গিয়েছিল। আজ রাহুল দাবি করেছেন, ‘‘সম্ভাব্য নিশানা নয়। আমার ফোনে নির্দিষ্ট ভাবেই আড়ি পাতা হয়েছিল।’’

রাফাল-চুক্তির সঙ্গে পেগাসাস যোগ নিয়ে প্রশ্ন ওঠা সম্পর্কে রাহুলের বক্তব্য, ‘‘আগেই বলেছিলাম, রাফাল চুক্তিতে চুরি হয়েছে। ফ্রান্সে এর তদন্ত হচ্ছে। আপনারা দেখতে পাবেন, প্রধানমন্ত্রী নিজে এই দুর্নীতির জন্য দায়ী। প্রধানমন্ত্রী ভাবতে পারেন যে, তিনি সবাইকে দমিয়ে রাখতে পারেন। কিন্তু সকলকে কিনে ফেলা যায় না।’’

বৃহস্পতিবারই তদন্ত রিপোর্ট জানিয়েছে, পেগাসাস কাজে লাগিয়ে প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার ফোনে আড়িপাতার চেষ্টা হয়েছিল। ঠিক তার আগেই বর্মার কাছে রাফাল-দুর্নীতির অভিযোগ জমা পড়ে। বর্মাকে ছুটিতে পাঠানো হয় ও তাঁর ফোন আড়িপাতার নিশানার তালিকায় আসে। রাফাল চুক্তির বরাত পাওয়া অনিল অম্বানীর ফোনও আড়ি পাতার সম্ভাব্য তালিকায় ছিল। রাহুল বলেন, ‘‘যখন সিবিআই ডিরেক্টর রাফাল তদন্তে এফআইআর করতে যাচ্ছেন, তখন তাঁর ফোনে আড়ি পেতে, তাঁকে ব্ল্যাকমেল করা হল কেন, সেটাই আসল প্রশ্ন। অম্বানীর ফোনে কেন আড়ি পাতা হয়েছিল, সেটা বিষয় নয়।’’ এই কংগ্রেস নেতা জানিয়েছেন, তিনি জনতার হয়েই সরব হয়েছেন। তিনি কোনও পরিস্থিতিতেই ভীত নন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন