ভিতু মোদী, ৫৬ ইঞ্চি চুপসে ৪, কংগ্রেসের সংখ্যালঘু মোর্চার মঞ্চ থেকে তোপ রাহুলের

কংগ্রেসের সংখ্যালঘু মোর্চার মঞ্চ— যে ভোটব্যাঙ্ক বরাবরের দুশ্চিন্তার পিচ নরেন্দ্র মোদীর। আর আজ সেখানেই প্রতি বলে ছক্কা হাঁকালেন কংগ্রেস সভাপতি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২৯
Share:

কংগ্রেসের সংখ্যালঘু মোর্চার মঞ্চ— যে ভোটব্যাঙ্ক বরাবরের দুশ্চিন্তার পিচ নরেন্দ্র মোদীর। আর আজ সেখানেই প্রতি বলে ছক্কা হাঁকালেন কংগ্রেস সভাপতি। বক্তৃতার প্রথমেই আজ রাহুল গাঁধী বললেন, ‘‘নরেন্দ্র মোদীর মুখ দেখেছেন? ভয় আর লুকোতে পারেন না। পাঁচ বছর আগে বলতেন ৫৬ ইঞ্চির ছাতি, এখন সেটি ৪ ইঞ্চিও হবে না। আগে বলতেন, ১৫ বছর ‘রাজ’ করবেন। এখন কংগ্রেসিরা তাঁর সুনাম উড়িয়ে দিয়েছেন।’’

Advertisement

রাহুল প্রতিটি লাইন বলছেন আর তালির গর্জন কানায় কানায় ভরা দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের সভাঘরে। তালির ঝড় তুঙ্গে উঠল, যখন রাহুল বললেন, ‘‘পাঁচ বছরে চিনে ফেলেছি নরেন্দ্র মোদীকে। তিনি আসলে আপাদমস্তক ভিতু। যদি কেউ তাঁর সামনে দাঁড়ান আর প্রশ্ন করেন, নরেন্দ্র মোদী উল্টো পথে হাঁটা শুরু করবেন। পাঁচ মিনিট আমার সামনে রাখলে সোজা পালিয়ে যাবেন।’’ এর পরে মোদীকে অনুকরণ করে মঞ্চে নিজেই উল্টোপথে হাঁটা শুরু করলেন রাহুল।

অমিত শাহ, তাঁর পুত্র জয়, মোহন ভাগবতও আজ নিশানা ছিলেন রাহুলের। বললেন, ‘‘নাগপুর থেকে এই দলের রিমোট চলে। মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী কমল নাথ দেখছেন, সব প্রতিষ্ঠানে আরএসএসের লোক বসিয়ে রেখেছে বিজেপি।’’ দ্ব্যর্থহীন ভাষায় তাঁর হুঁশিয়ারি, ‘‘সব মন্ত্রক, প্রতিষ্ঠান থেকে বেছে বেছে আরএসএসের লোককে বার করা হবে। আমলারাও যেন বুঝে যান, তাঁরা কোনও সংগঠনের জন্য নয়, কাজ করছেন দেশের জন্য।’’

Advertisement

‘চৌকিদার’ বললে এখন রাহুলকে ‘চোর হ্যায়’ বলতে হয় না। আজও হল তা-ই। তবে বিষয়টিকে অন্য মাত্রা দিয়ে রাহুল বলেন, ‘‘দেশের চৌকিদারেরা রেগে গিয়েছেন। ক্ষমা চেয়ে বলছি, আমি শুধু এক জন চৌকিদারের কথাই বলছি, যিনি চোর।’’

বিজেপির মুখপাত্র সম্বিৎ পাত্র পরে বলেন, ‘‘প্রধানমন্ত্রী সম্পর্কে তুই-তোকারি কথা আমাদের সংস্কৃতি নয়। রবার্ট বঢরার থেকে মুখ ঘোরাতে এ-সব বলছেন রাহুল।’’

তবে প্রধানমন্ত্রী যে অস্বস্তিতে, তা স্পষ্ট হল সন্ধ্যায় সংসদে। বক্তৃতার অধিকাংশ তিনি খরচ করলেন রাহুলকে জবাব দিতে। সে সময় এআইসিসিতে চলছিল রাহুলের বৈঠক। তার মধ্যেই তিনি খোঁজ নেন, প্রধানমন্ত্রী কী বলছেন। বৈঠক সেরে প্রিয়ঙ্কাকে সঙ্গে নিয়ে বেরিয়ে রাহুল ফের বলেন, ‘‘প্রধানমন্ত্রী ৩০ হাজার কোটি টাকা অনিল অম্বানীকে দিয়েছেন, এ কথা মনে রাখুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন